বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ শুরুর আগে দুই দেশের ‘এ’ দল অনানুষ্ঠানিক একটি টেস্ট সিরিজ খেলছে। লাল বলের এই সিরিজটি ড্র করতে পারলেও বাংলাদেশের জন্য পাওয়ার অনেক কিছু থাকবে বলে মনে করেন অধিনায়ক এনামুল হক বিজয়।

সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের দাপট থাকলেও ফলাফল আসেনি। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তান শাহিনস লিড নেয় ২৪৫ রানের। মাঝে বৃষ্টিতে তৃতীয়দিনের খেলা ভেস্তে যায়। চতুর্থ দিনে খেলতে নেমে গতকাল মুশফিকুর রহিমরা ১৫৩ রান তুলতেই সময় শেষ হওয়ায় ম্যাচ নিষ্পত্তি হয়েছে ড্র-তে।

গতকাল ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, 'আসলে এখানে সবার জন্য ভালো সুযোগ ছিল। আমাদের যেসব ক্রিকেটাররা পাকিস্তান সফরে এসেছে। হোক তা ‘এ’ দলের হয়ে অথবা জাতীয় দল। দারুণ সুযোগ এখানে। ক্রিকেটের উচ্চ পর্যায়ে এটি বেশ ভালো সুযোগ।'

'টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ম্যাচও রয়েছে এখানে। এ দলের ম্যাচ এবং জাতীয় দলের ম্যাচে সুযোগ সুবিধা দুর্দান্ত ছিল। কিন্তু কন্ডিশন কিছুটা সমস্যায় ফেলেছে, বৃষ্টি হয়েছে অনেক। এমন সুযোগ-সুবিধা পেয়ে আমরা দারুণ খুশি।'-যোগ করেন তিনি।

কন্ডিশন নিয়ে বিজয় বলেন, 'অনেকটা বাংলাদেশের মতোই। তবে এখানে গরম কিছুটা বেশি। উইকেট এখানে বাংলাদেশের চেয়ে কিছুটা ভালো। আবহাওয়া অনেকটা একই রকম তবে এখানে গরম একটু বেশি।'

'এই ম্যাচে তিন পেসার খেলেছে। তারা চেষ্টা করেছে নিজেদের প্ল্যান অনুযায়ী বল করার। তবে পাকিস্তান অনেক ভালো ব্যাট করেছে। বাঁহাতি ব্যাটাররা এবং তাদের অধিনায়কও। আমরা এই ম্যাচ থেকে কিছু ব্যাপার শিখেছে। আশা করছি ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা এসব কাজে লাগাতে পারব।'

এসএইচ/এইচজেএস