স্ত্রী ও দ্বিতীয় সন্তানের সঙ্গে সাকিব আল হাসান। ফাইল ছবি

নতুন বছরের প্রথম দিনে এক ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। যেখানে স্পষ্ট ইঙ্গিত ছিলো তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। জানালেন, তৃতীয়বারও দারুণ রোমাঞ্চ কাজ করছে তার মাঝে। 

আট বছরের বিবাহিত জীবনে সাকিব আল হাসান দুই সন্তানের বাবা হয়েছেন। পিতৃত্বের স্বাদটা তাই নতুন কিছু নয় বাংলাদেশ জাতীয় দলের এই তারকার কাছে। তবু বিশ্বসেরা অলরাউন্ডার জানালেন তিনি রোমাঞ্চিত তৃতীয় সন্তান নিয়েও। 

রোববার সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরেন সাকিব। এরপর  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা বিষয়েই কথা বলেন এই তারকা অলরাউন্ডার। সেখানে উঠে আসে তৃতীয় সন্তানের বাবা হওয়ার প্রসঙ্গও। 

হাসিমুখে সাকিব জানাচ্ছিলেন, ‘দুইবার এই (বাবা হওয়ার) অভিজ্ঞতা হয়েছে। এটা নতুন কিছু না। তৃতীয়বার বাবা হচ্ছি এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। আমি সবার দোয়া চাই, সুস্থ-স্বাভাবিকভাবে যেন নতুন বাচ্চা পৃথিবীতে আসতে পারে। মা-বাচ্চা দুইজনই সুস্থ থাকতে পারে।’

এনইউ/এটি