দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বিশ্রাম দেয়া হয়েছে আলজারি জোসেফকে।

ওয়েস্ট ইন্ডিজের সাদা পোশাকের দলে নিয়মিত সহ-অধিনায়ক জোসেফ। তার অবর্তমানে দলের সহকারী অধিনায়ক দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডি সিলভা।

দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার কেমার রোচ। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না তিনি। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় হাঁটুর চোটে পড়েছিলেন। সেটাই তাকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে দেয়।

একই সিরিজে ইংলিশ পেসার মার্ক উডের বলের আঘাতে বাম হাতের হাড় ভেঙেছিল কেভিন সিনক্লেয়ারের।
তিনি খেলতে পারছেন না প্রোটিয়াদের বিপক্ষে। ফলে তাকে রেখেই দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার ব্রায়ান চার্লস।

তাদের কেউই সর্বশেষ ইংল্যান্ড সফরের দলে ছিলেন না। ইংলিশদের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন জেরেমিয়া লুইস, জ্যাকারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি ও আকিম জর্ডান।

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগামী বুধবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। আর গায়ানার প্রভিডেন্সে দ্বিতীয় টেস্ট শুরু ১৫ অগাস্ট থেকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ক্যারিবীয়রা ভালো অবস্থানে নেই। ৭ ম্যাচে তারা মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। এই সিরিজে ভালো করে পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ক্যারিবীয়দের।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, কেমার রোচ, জেইডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।

এইচজেএস