আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় চিন্তাটা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়েই। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন দেশটির বেশ কয়েকজন ক্রিকেটার। যারা থেকে গিয়েছিলেন, তাদের দেশে ফেরার ব্যাপারে নানা জটিলতার কথা শোনা যাচ্ছিলো। 

তবে শেষ পর্যন্ত ভারত থেকে বাড়ির পথে আছেন স্টিভেন স্মিথরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ক্রিকেটার, কোচসহ যেসব অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যুক্ত ছিলেন আইপিএলের সঙ্গে; মালদ্বীপ হয়ে তারা এখন আছেন দেশের পথে। 

তারা লিখেছে, ‘আমরা জানাতে চাই অস্ট্রেলিয়ার সমস্ত ক্রিকেটার, প্রশিক্ষক, ধারাভাষ্যকার এবং ম্যাচ অফিশিয়ালরা সুস্থভাবে দেশে ফিরছেন। মলদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।’ ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা দেশে ফিরে যাচ্ছেন।

স্টিভ স্মিথরা দেশে ফিরে গেলেও কেইন উইলিয়ামসনসহ নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ভারত থেকে সরাসরি যাবেন ইংল্যান্ডে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমাদের ক্রিকেটারদের ফেরার ব্যাপারে ভারতীয় বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। এই কঠিন সময়ে বিসিসিআই যেভাবে সাহায্য করেছে তার জন্য ধন্যবাদ।’

এমএইচ