দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন সফরে নাজমুল হোসেন শান্ত’র দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে স্বাগতিকদের। তবে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য বাংলাদেশ একজন নিরাপত্তা পরামর্শককে (সিকিউরিটি কনসালটেন্ট) নিয়ে যেতে চায়। এজন্য সরকারের কাছে আবেদন করেছে বিসিবি।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মূলত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নিতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘দেখুন, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের (পাকিস্তান)। আমরা সে দেশে যাব কারণ তারা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা নিশ্চিত করেছে। সেটি জেনেই আমরা সফর চূড়ান্ত করেছি। আপনারা দেখেছেন এশিয়া কাপেও (২০২৩) বাংলাদেশ দলকে একই মানের নিরাপত্তা দেওয়া হয়েছিল পাকিস্তানে।’

বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা পরামর্শক চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা হয়তো জেনে থাকবেন যে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ সেখানে (পাকিস্তান) সফর করেছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছে। আমরা একইভাবে নিরাপত্তা নিয়ে সচেতন, কিন্তু তাদের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার কথা জেনেই সফরের সম্মতি দিয়েছি। একইসঙ্গে আমরা সরকারের কাছেও একজন নিরাপত্তা পরামর্শক নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছি। যাতে তারা সেখানকার নিরাপত্তা কাজে নিয়োজিতদের সঙ্গে সমন্বয় করতে পারে।’

পাকিস্তানের সফরের বিষয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটার আপত্তি জানানটি বলেও নিশ্চিত করেছেন জালাল ইউনুস। এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ইসলামাবাদে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেই দলের সঙ্গে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের মতো অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ ও পাকিস্তান ১৩ বার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয়েছিল। প্রথমবার দুই দল ২০২১ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পরস্পরের মোকাবিলা করে। এখন পর্যন্ত হওয়া লাল বলের ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারেনি। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

এএইচএস