তানজিম সাকিবের টেস্ট খেলা নিয়ে যা বলছে বিসিবি
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তানজিম হাসান সাকিব। পুরো আসরে শিকার করেছেন ১৪ উইকেট। এর মধ্যে ছিল বিরাট কোহলির উইকেটও। সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করলেও এখনো সাকিবের খেলা হয়নি লাল বলের ক্রিকেট। সম্প্রতি চট্টগ্রামে লাল বলের প্রস্তুতিমূলক খেলায় আলো ছড়াচ্ছেন এই পেসার।
আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন কি না সেটা নিয়েও রয়েছে গুঞ্জন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। গতকাল চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, 'ভালো প্লেয়ার ভালো বোলার, আসলে ওর সুযোগ আসেনি লাল বলে খেলার এ জন্য ওর খেলা হয়নি। নতুন করে দেখার খুব একটা আহামরি কিছু নেই। প্র্যাকটিসের জন্য এটা তো আসলে প্র্যাকটিস ম্যাচ।'
বিজ্ঞাপন
'এখান থেকে যে সিলেকশনের জন্য করা হয়েছে সেরকম না কিছু কিছু ক্ষেত্রে তো দেখা হবেই। বেশিরভাগ ক্ষেত্রে এটা হবে প্র্যাকটিসের জন্য।বেশিরভাগ ক্ষেত্রে একটা পেলেয়ার রেডি করার আর কি। সামনে টেস্ট সিরিজ আছে এ টিমের খেলা আছে লঙ্গার ভার্সন হবে সে ক্ষেত্রে এটা। ওয়ানডে টা করা হয়েছিল এর আগে বি কজ অফ পাকিস্তানে আমাদের ওয়ানডে ম্যাচ আছে।'- যোগ করেন রাজ্জাক।
এর দিন দুয়েক আগে সাকিব লাল বলে খেলা নিয়ে গণমাধ্যমকে বলেন, 'লাল বলে খেললে বোলিংয়ের লাইন লেন্থ অনেক ইম্প্রুভ করা যায় আমি ওটাই চেষ্টা করব। আসলে ওয়ানডে ক্রিকেটে, টি-টোয়েন্টি ক্রিকেট সব জায়গায় ভালো জায়গায় বল করাটা গুরুত্বপূর্ণ। ইভেন টেস্ট ক্রিকেটেও ভালো জায়গায় কত সময় বল করতে পারতেছি এদিকে আমার ফোকাস থাকবে।'
এসএইচ/এফআই