আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান। সে হিসেবে আগামী বছর দেশটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে ভারত সেখানে খেলতে যেতে রাজি নয়। যে কারণে এই আসর ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে ইংল্যান্ডের চাওয়া, পাকিস্তানেই হোক চ্যাম্পিয়নস ট্রফির পুরো আসর।

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের সঙ্গে আলাপকালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গ্লাড বলেন, ‘এটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর যে এটি (চ্যাম্পিয়নস ট্রফি) যেন (পরের বছর পাকিস্তানে আয়োজিত হয়)। বিশেষ করে পিসিবি এবং ইসিবি এমনটাই চায়।’

সবশেষ ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আয়োজক স্বত্বও বুঝিয়ে দিয়েছে আইসিসি। তবে সবশেষ কয়েক সপ্তাহে প্রায়শই বদলে যাচ্ছে দৃশ্যপট। এককভাবে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে সবচেয়ে বড় বাঁধা হতে পারে ভারত। এমন আশঙ্কা ছিল অনেক আগে থেকেই। শেষ পর্যন্ত সেই গুঞ্জন কিংবা আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ ভারতের। পাকিস্তানের সামা নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরকার অনুমতি না দেয়ায় পাকিস্তানে যাচ্ছেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এমনটা হলে সবশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হাঁটতে হবে পিসিবিকে।

যদিও এককভাবে টুর্নামেন্ট আয়োজনে দৃঢ় প্রত্যয়ী দেশটির ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হলে আয়োজক হিসেবে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের নাম।

এইচজেএস