টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে আসন্ন এই টেস্ট সিরিজে অনিশ্চিত হাসান আলী। চোটের কারণে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এমনটাই জানিয়েছে জিও নিউজ।

তাদের খবরে বলা হয়েছে, ইনজুরিতে পড়ে এখন চিকিৎসা নিচ্ছেন হাসান। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তত্ত্বাবধানে আছেন। তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জিও নিউজ।

তার সার্বক্ষণিক সেবা করছেন পিসিবির চিকিৎসকরা। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে তিনি পুরোপুরি সুস্থ হবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।

লাল বলের ক্রিকেটে লম্বা সময় ধরে মাঠে থাকতে হয়, তাছাড়া পেসারদের ওপর আরও বেশি লোড থাকে। তাই তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট করাচিতে শেষ ম্যাচ খেলবে দল দুটি। বাংলাদেশের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

এইচজেএস