বছর দুয়েক আগেই ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল ফিরবেন। শেষ পর্যন্ত ফিরলেন ক্যারিবিয়ান ক্রিকেটের তারকা অলরাউন্ডার ডেয়ান্দ্রা দোতিন। অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন্দ্র করে ফিরে এলেন এই অলরাউন্ডার। থাকতে পারেন মূল স্কোয়াডেও। উইন্ডিজ ক্রিকেট থেকে তেমন আভাসই মিলেছে। 

দোতিনের এই ফেরা বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ক্যারিবিয়ান নারীদের অবস্থান শক্ত করবে অনেকটাই। নারী ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরির মালিক এই অলরাউন্ডার। ২০১০ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ছিল তার ৩৮ বলে সেঞ্চুরির কীর্তি। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে দেয়া এক পত্রে দোতিন উল্লেখ করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটের অংশ হয়ে থাকা সবসমইয়ই তার কাছে গর্বের বিষয়। এরপরেই জানালেন তিন ফরম্যাটেই ফিরছেন তিনি, ‘বেশকিছুদিনের আলোচনা এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একাধিকবার আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, আমি যে খেলাটাকে ভালোবাসি, সেই ক্রিকেটে আবার ফিরে আসতে মুখিয়ে আছি। আর সেইসঙ্গে সব ফরম্যাটেই এই ঘোষণার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটের অবদান রাখতে আমি আগ্রহী।’ 

অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বাস তার অভিজ্ঞতা এবং দক্ষতা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য বড় এক ভূমিকা রাখবে। সেইসঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্যও মেন্টরের ভূমিকা পালনের আগ্রহ শোনা গেল তার কাছ থেকে। 

২০২২ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডিয়েন্দ্রা দোতিন। খেলেছেন ১৪৩ ওয়ানডে আর ১২৭ টি-টোয়েন্টি। ওয়ানডেতে ৩০.৫৪ গড়ে করেছেন ৩ হাজার ৭২৭ রান। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৬৯৭ রান এসেছে তার ব্যাট থেকে। 

ব্যাটের পাশাপাশি বল হাতেও দক্ষ দোতিন। ওয়ানডে ফরম্যাটে আছে ৭২ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে আছে ৬২ উইকেট। 

জেএ