নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলবে আফগানিস্তান
আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রায় ৭ বছর হয়ে গেছে। তবে এখনও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে ম্যাচ খেলার সুযোগ হয়নি আফগানদের। রশিদ খান-মোহাম্মদ নবিদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে।
আগামী সেপ্টেম্বরে ভারতের গ্রেটার নয়ডায় প্রথমবারের মতো টেস্টে কিউইদের মুখোমুখি হতে যাচ্ছে আফগানরা। ক্রিকেট ভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দুই দলের একমাত্র টেস্টটি শুরু হতে পারে ৯ সেপ্টেম্বর থেকে।
বিজ্ঞাপন
এটি হবে আফগানিস্তানের দশম টেস্ট। এ নিয়ে চলতি বছর তারা তৃতীয় টেস্ট খেলতে চলেছে। এক বছরের মধ্যে তারা এখনও এর চেয়ে বেশি টেস্ট খেলেনি। আফগানিস্তান দলের এখনও টেস্ট খেলার বাকি রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে।
২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা ছিল আফগানদের। যদিও আফগানিস্তানে তালেবানরা শাসনভার দখলের পর নারীদের ক্রিকেট বন্ধ করে দেয়ায় সেই টেস্ট ম্যাচটি বাতিল করে দেয় আফগানিস্তান। যদিও আফগানদের দাবি ছিল ভিন্ন কারণে অজিরা ম্যাচটি বাতিল করেছে।
চলতি বছর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে দুটিতেই হেরেছে আফগানিস্তান দল। গত বছর বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্ট হারের লজ্জায় পড়েছিল দলটি। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর টেস্টে খরা চলছে তাদের।
এইচজেএস