সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী এশিয়া কাপের সেমিফাইনালের বিগ ম্যাচে টসের ভাগ্যটা নিজেদের পাশেই পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা নিয়েছেন ব্যাটিং এর সিদ্ধান্ত। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন সাবিকুন জেসমিন। দলে এসেছেন পেসার মারুফা আক্তার।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। আর ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় বাংলাদেশের সামনে বড় বাধা ভারত।
জেএ