নারী এশিয়া কাপের সেমি-ফাইনালে আজ শুক্রবার মাঠে নামতে যাচ্ছে চার দল। প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে শক্তিশালি ভারত। দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচটি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে গতকাল বৃৃহস্পতিবার শ্রীলঙ্কায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাহিদা আক্তার।

শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে টাইগ্রেস স্পিনার নাহিদা বলেন, 'আসলে আমরা এখানে একটা মিশনে আসছি আমাদের কাজ কিভাবে মিশনটা ভাল করা যায় লক্ষ্যটা এটাই। অবশ্যই পরিবারের জন্য খারাপ লাগছে কারন আমাদের দেশের পরিস্থিতিটা খুব একটা ভালো না। তারপরও তাদের সাথে চেষ্টা করছি যোগাযোগ রাখার। তারাও আমাদের খুব ভালোভাবে সাপোর্ট করছে। তারা সবসময় একটা কথাই বলে দেশের হয়ে খেলতে গেছো দেশের হয়ে জয়লাভ করে এসো।'

ভারতের বিপক্ষে সেমি-ফাইনাল নিয়ে নাহিদা বলেন, 'চিন্তা বলবো না, সেমিফাইনাল সবসময় একটু চাপের হয়। আমাদের চেষ্টা থাকবে যে আমরা আমাদের সেরাটা দিবো ব্যাটিং-বোলিং যাই হোক। তিনটা ডিপার্টমেন্টে আমরা যদি ভালো করতে পারি দিনশেষে রেজাল্ট আমাদের দিকেই আসবে।'

চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ভারতের মতো দলকে হারাতে পারলে ভালো কিছু হবে বিশ্বাস নাহিদার, 'অবশ্য একটা বড় টিমকে যখন আপনি বিশ্বকাপের আগে হারাবেন তখন কনফিডেন্স একটা বড় বিষয়, আমাদের দলের আত্মবিশ্বাস বেড়ে উঠবে। আমরা চেষ্টা করব যাতে সেরাটা দিতে পারি।'

এসএইচ/এইচজেএস