লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনও খেলার পথ খোলা রেখেছেন সাবেক এই অধিনায়ক। গুঞ্জন আছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তিনি। তামিমের ফেরা নিয়ে আজ কথা বলেছেন জালাল ইউনুস।

সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলের টাইগার এই ওপেনার। এরপর নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ভারত বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তামিম। মাস দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, চলতি বছরে আর মাঠে ফিরবেন না তিনি। তবে ফিরতে পারেন আগামী বছরে।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তামিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা আট দলের এই আসর। আর সেই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এ সময় তামিমের ফেরা নিয়ে জালাল বলেন, 'আমরা তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি, মাননীয় বোর্ড সভাপতির সাথে আলাপ-আলোচনা করবে বলে জানিয়েছে তামিম। তামিম ঐ জায়গাটা আমাদের জানাতে পারলে খুব ভালো হয়।'

এসএইচ/এইচজেএস