অভিষেকে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ক্যাসেল
গত সোমবার ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পথ চলা শুরু করেছেন চার্লি ক্যাসেল। অভিষেকেই ৭ উইকেট শিকার করেছেন এই স্কটিশ পেসার। তাতে গড়েছেন বিশ্ব রেকর্ড।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে এমন বিধ্বংসী বোলিং করেন ক্যাসেল। ডান্ডিতে ওমানের বিপক্ষে স্রেফ ৫.৪ ওভার বোলিং করেই তিনি ৭ উইকেট শিকার করেন ২১ রানে। ওয়ানডে ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলার অভিষেকে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন।
বিজ্ঞাপন
৭ উইকেট নিয়ে অনন্য নজির গড়া ক্যাসেলের এটি অভিষেক ওয়ানডে ও অভিষেক আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই তার প্রথম ম্যাচ ছিল এটি।
অভিষেকে সেরা বোলিংয়ের আগের রেকর্ডটি ছিল কাগিসো রাবাদার। ২০১৫ সালে মিরপুরে হ্যাটট্রিকসহ ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। অভিষেকে ৬ উইকেট নেওয়া বোলার আর একজনই। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস।
অভিষেকে ৫ উইকেট আছে আরও ১২ বোলারের।
এইচজেএস