চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশ থেকে চার ক্রিকেটার অংশ নিয়েছেন। এর মধ্যে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেলেন টাইগার দুই ক্রিকেটার। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন তাওহীদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান। টানা ব্যর্থতায় চলতি আসরে সবার আগে বিদায় নিলো তাদের দল। 

গতকাল (মঙ্গলবার) কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ২৮ রানে জিতলেও সমীকরণের মারপ্যাঁচে বাদ পড়ে যায় ডাম্বুলা। এলপিএলের পাঁচ দলের মধ্যে সবার শেষে অবস্থান দলটির, নেট রানরেট-০.২২৬৯। এদিকে ৮ ম্যাচ খেলে ডাম্বুলার সমান তিন ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। তাদের নেট রানরেট ০.০৩৩। 

এদিকে শেষ চারে উঠেছে আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের দলও। ৮ ম্যাচে ৪ জয়ে ০.৫৮৩ নেট রানরেট নিয়ে তিনে আছে কলম্বো স্ট্রাইকার্স। 

তবে নিজেদের বাজে পারফরম্যান্সের কারণে আরও আগেই একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। গতকাল কলম্বোর বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। ডাম্বুলার হয়ে শেষ ম্যাচে কলম্বোর বিপক্ষে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ফিজ।

একাদশে জায়গা হয়নি কলম্বোর হয়ে খেলা তাসকিনেরও। শুরুতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের সংগ্রহ পায় ডাম্বুলা। লক্ষ্য তাড়ায় কলম্বো থামে ১৮.১ ওভারে ৯৫ রানে, এই জয়েও বিদায় নিশ্চিত হয়ে যায় ডাম্বুলার।

এসএইচ/এফআই