চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ সোমবার মুখোমুখি হয়েছিল বিসিবির এইচপি দল ও বাংলাদেশ টাইগার্স। ওয়ানডে ফরম্যাটের এই ম্যাচে টাইগার্সকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এইচপি দল।

মূলত জিসান আলমের ১২৭, আফিফ হোসেনের ১০৩ এবং আকবর আলির ১০২ রানে ভর করে ৪০৩ রানের বিশাল রান সংগ্রহ গড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৬৬ রানে শেষ হয় টাইগার্সের ইনিংস।

১২৭ রান করা জিসান ম্যাচ শেষে জানান ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপের কথা। বড় লক্ষ্যের কথা জানিয়ে এই ওপেনার গণমাধ্যমকে বলেন, ‘২০০ করার সুযোগ ছিল। উইকেটটা ভালো ছিল। ভালো খেলছিলাম। যদি পুরো ইনিংস খেলতে পারতাম, তাহলে ২০০ হতো।’

চট্টগ্রামের মত এমন ভালো উইকেটে খেললে ব্যাটসম্যানদের মধ্যে পরিবর্তন আসবে বলে দাবি জিসানের, ‘ভালো উইকেটে নিয়মিত খেললে এমন তিন শ-সাড়ে তিন শ, চার শ রান হবে। চার শ রান তো সব সময় হবে না।'

'তবে তিন শ-সাড়ে তিন শ থাকবে। আর শুরুটা যদি ভালো হয়, যেমন আজ আমি ভালো শুরু করেছি। পরে আফিফ ভাই ও শেষে আকবর ভাই অনেক ভালো ফিনিশ করেছে, তাহলে ভালো হবে।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস