অস্ট্রেলিয়ার উদ্দেশে আজ শনিবার দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ এইচপি দল। বর্তমানে ব্যাংকক অবস্থান করছে ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে বড় আশার কথা শুনিয়ে গিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকালে এই নির্বাচক জানান সফরে ক্রিকেটাররা অনেক নতুন অভিজ্ঞতার পাবে, যা সবার কাজে দিবে।

হান্নান বলেন, 'অস্ট্রেলিয়া মানে নামটা চিন্তা করলেই চ্যাম্পিয়ন। তার চ্যাম্পিয়ন টিম এ ধরনের দলের সঙ্গে খেলা বা প্লেয়ারদের সঙ্গে খেলা, ওই কন্ডিশনে খেলা প্রতিটা জায়গা থেকে এটা আমাদের খেলোয়াড়দের জন্য একটা ভালো অভিজ্ঞতা হতে যাচ্ছে। ২০০৮ এ আমাদের বাংলাদেশ দল গিয়েছিল, লম্বা সময় পর আমাদের একটা দল যাচ্ছে। সেই জায়গা থেকে এটা তাদের প্রথম অভিজ্ঞতা। আশা করছি সবার অনেক কাজে দেবে।'

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ায় রোমাঞ্চের কথা জানালেন হান্নান, ‘রোমাঞ্চ তো থাকারই কথা কারণ অন্যান্য দেশগুলো সচরাচর অস্ট্রেলিয়ায় বিভিন্ন বয়সভিত্তিক দল বা অন্যান্য দল খেলেছে। লম্বা সময় পর যেহেতু তাই এক্সাইটমেন্ট কাজ করার কথা। নামটা যেহেতু অস্ট্রেলিয়া রোমাঞ্চ কাজ করবেই।’  

হান্নান সরকার নিজেও গিয়েছেন অস্ট্রেলিয়া সফরে। সেই সূত্র টেনে এনে বললেন, ‘আমি যখন ২০০৩ সালে টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম তখনও আমাদের রোমাঞ্চ কাজ করেছিল। আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছর পরই খেলতে গিয়েছিলাম, আমাদের অপেক্ষা এত লম্বা ছিল না।’ 

২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের অনেকেই এই সফরে আছেন। তাদের অনেকেই আগামীতে জাতীয় দলে খেলতে সক্ষম বলে মনে করেন হান্নান, ‘এটা আমাদের প্রসেস অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর একটা সময় তারা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের সময় থেকেই হয়ে আসছে। বিভিন্ন স্টেজ পার হয়ে তারা জাতীয় দলে খেলছে। এই দলও ব্যতিক্রম না, এর বাইরে কিছু ক্রিকেটার আছে। যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রসেস সেভাবেই তারা যাচ্ছে। তাদের জাতীয় দলে খেলার সক্ষমতা আছে বলেই তারা এখানে এসেছে। আশা করছি তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

এসএইচ/জেএ