সাকিব-আফ্রিদিদের এলিট ক্লাবে নাম লেখালেন স্টোকস
গতকাল লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। সহজ জয়ের ম্যাচে একটা বিরল রেকর্ড গড়েছেন বেন স্টোকস। ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
টেস্টে ২০০ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০, দুটি মাইলফলক ছুঁতে স্টোকসের দরকার ছিল ২ উইকেট। লর্ডসে সেই মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক।
বিজ্ঞাপন
উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লু করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০০তম উইকেট পান স্টোকস। একই সঙ্গে এই ইংলিশ অলরাউন্ডারের সেটা ৩০০তম আন্তর্জাতিক উইকেট।
আর তাতে তাতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন স্টোকস। স্টোকসের আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, কার্ল হুপার ও জ্যাক ক্যালিস।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবের ক্রিকেটার :
সাকিব আল হাসান (বাংলাদেশ)
কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
শহীদ আফ্রিদি (পাকিস্তান)
সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
বেন স্টোকস (ইংল্যান্ড)
এইচজেএস