২০০৩ সালে লর্ডসে অভিষেক হয়েছিল জেমস অ্যান্ডারসনের। ২১ বছর বাদে সেই তীর্থ স্থানেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ এই পেসার। অভিষেকের দিন কে ভেবেছিল একজন পেসারের টেস্ট ক্যারিয়ার দুই দশকেরও বেশি লম্বা হবে! সেটাই করে দেখালেন জিমি। সব যদি কিন্তুকে পাশ কাটিয়ে অ্যান্ডারসন জায়গা করে নিলেন কিংবদন্তিদের কাতারে।

অবসর নেওয়ার সময় নামের পাশে ৭০৩ টেস্ট ক্রিকেট। পেসারদের সাধারণত লম্বা ক্যারিয়ার গড়ে তোলা কঠিন, ইনজুরি, বয়স কিংবা ফর্মহীনতা বড় বাধা হয়ে দাঁড়ায়। জেমির ক্ষেত্রে অবশ্য সেটি হয়নি, ৪১ বছর বয়স পর্যন্ত খেললেন আন্তর্জাতিক ক্রিকেট। ইংলিশ তারকার বিদায় ছুয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের মনও।

মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, 'দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য অভিনন্দন, জেমস অ্যান্ডারসন! আপনার অবসরের শুভকামনা করছি, আপনি একজন সত্যিকারের কিংবদন্তি।'

এদিকে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'শুভ অবসর, জেমস অ্যান্ডারসন! আপনার অবিশ্বাস্য এই ক্যারিয়ার খেলার প্রতি আবেগের প্রমাণ হিসেবে থাকবে। অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত এবং অনুপ্রেরণামূলক পারফরম্যান্সের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে আপনাকে শুভেচ্ছা জানাই!'

শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। বাদ যাননি আরেক পেসার শরিফুল ইসলামও।

এসএইচ/এইচজেএস