‘প্লিজ, বাড়ি ফিরে এসো বাবা!’ মেয়ের চিঠিতে আবেগাক্রান্ত ওয়ার্নার
করোনা পরিস্থিতিতে পুরো বিশ্বই অদ্ভুত এক সময় কাটাচ্ছে। দূর পরবাসে থাকা সন্তান বাবা মায়েদের দেখা পাচ্ছেন না, বাবা পাচ্ছেন না সন্তানদের ছুঁয়ে দেখতে, করোনাভাইরাসের চোখরাঙানি বলে কথা! এমনই এক পরিস্থিতিতে পড়েছেন আইপিএলে খেলতে যাওয়া ক্রিকেটাররাও। টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলেও তাদের ফেরা হবে কবে, তার ঠিক নেই। এরই মধ্যে ওয়ার্নারকে তার মেয়ে চিঠিও পাঠিয়ে দিয়েছে, যা আবেগাক্রান্ত করেছে অজি ওপেনারকে।
বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এমন পরিস্থিতিতেই বাড়ি এবং পরিবার ছেড়ে কয়েক হাজার মাইল দূরে প্রাণের ঝুঁকি নিয়ে আইপিএলে খেলেছেন বিদেশি ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয়ে যতই থাকুন না কেন, পরিবারের চিন্তা তো থেকেই যায়। সে চিন্তা থেকেই ওয়ার্নারের তিন মেয়ে মিলে চিঠি দিয়েছেন তাকে, যেখানে তারা বাবা ওয়ার্নারকে আকুতি জানিয়েছেন ঘরে ফিরে যাওয়ার জন্য।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদ দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই আবেগাপ্লুত ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রামে তাঁর বড় মেয়ে আইভি’র আঁকা একটা ছবি এবং হাতে লেখা একটা নোট ইনস্টাগ্রামে পোস্ট করেন।
ছ'বছরের ছোট্ট মেয়ের লেখা সেই নোটে রয়েছে, ‘প্লিজ, বাড়ি ফিরে এসো বাবা! আমরা তোমাকে খুব মিস করছি। তোমাকে খুব ভালোবাসি। আইভি, ইন্দি ও ইসলার পক্ষ থেকে ভালোবাসা রইল।’
এনইউ/এটি