জাফনা কিংসের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে শরীফুলকে আক্রমণে আনেন ভানিন্দু হাসারাঙ্গা। কিন্তু ক্যান্ডি ফ্যালকনস অধিনায়কের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। টাইগার এ পেসার নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

নিজের দ্বিতীয় ওভারে এসেও খুব একটা সুবিধা করতে পারেননি শরীফুল। এবার বাঁহাতি এ পেসারের ওভার থেকে ১১ রান তোলে জাফনার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে ২৫ রান খরচ করেন শরীফুল।

ইনিংসের ১৬তম ওভারে আবারও শরীফুলকে আক্রমণে আনেন হাসারাঙ্গা। এবার প্রথম দুই ওভারের চেয়ে আরও খারাপ বল করেন টাইগার এ পেসার। শরীফুলের ঐ ওভারে দুটি করে বাউন্ডারি ও ছক্কা মারেন নিশাঙ্কা। ঐ ওভারে বাঁহাতি এ পেসার দেন ২২ রান।

এরপর আর শরীফুলকে আক্রমণে আনেননি হাসারাঙ্গা। সব মিলিয়ে ৩ ওভারে ৪৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন টাইগার পেসার। সুবিধা করতে পারেনি তার দলও। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তুলেছে জাফনা।

আসরে নিজের প্রথম ম্যাচে ৪৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন শরীফুল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বল করলেও হেরেছিল দল। গল মার্ভেলসের বিপক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

এইচজেএস