জাতীয় দলের হয়ে যেসব ক্রিকেটারের ভবিষ্যতে খেলার সম্ভাবনা রয়েছে কিংবা ভালো পারফর্ম করেছেন বয়সভিত্তিক দলে তাদের নিয়ে গঠন করা হয়ে থাকে বিসিবির হাই পারফর্মম্যান্স (এইচপি) ইউনিট। এবারের এইচইপি দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। বর্তমানে মিরপুরে ক্রিকেটারদের নিয়ে নিয়মিত অনুশীলন করছেন তিনি।

আজ সোমবার এইচপি নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন রাজিন। তিনি বলছিলেন, 'দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা স্বাধীনভাবে কথা বলতে পারে, কথাগুলো শুনতে পারে, কাজ করতে পারে এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে করতে পারি এটা পজিটিভ দিক।'

রাজিনের বিশ্বাস আগামী দুই-তিন বছরের মধ্যে এই এইচপি দল থেকে ভালো ভালো ক্রিকেটার বের হবে। যদিও বৃষ্টির কারণে অনুশীলনে অনেক কিছুই হয়নি। তবে টাইগার এই কোচের দাবি ছেলেরা শেষ তিন সপ্তাহে রাজশাহীতে অনেক ভালো সময় পার করেছে।

রাজিন বলেন, 'আমি মনে করি আগামী দুই তিন বছর এখান থেকে কাজ করার পর একটা ভালো রেজাল্ট আসবে। ভালো খেলোয়াড় এখান থেকে রেডি করে দিতে পারব আমরা। এইচপিতে অনেক কাজ আছে যেখানে কাজ করার মত অনেক সুযোগ আছে ছেলেদেরকে নিয়ে। আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করা। এখানে হয়তোবা বৃষ্টির কারণে অনেক কিছুই পাইনি। যথেষ্ট প্র্যাকটিস করেছি আমরা রাজশাহীতে গত তিন সপ্তাহে। ছেলেরা ইনজয় করেছে আমার অভিজ্ঞতা তাদের কাছে শেয়ার করতে পেরেছি এবং তারা নিতে পেরেছে।'

এসএইচ/এইচজেএস