ভারত কি তবে নিজেদের নতুন অস্ত্রকে পেয়েই গেল? রোহিত শর্মা আর বিরাট কোহলি তো বিদায় জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটকে। এবার নতুন যুগের সূচনা। সেটা শুরু হলো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। প্রথম ম্যাচটায় ১৩ রানের ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচেই ১০০ রানের জয় পেয়েছে ম্যান ইন ব্লু-রা। এমন এক জয়ের দিনে রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েছেন ভারতের নতুন ওপেনার অভিষেক শর্মা। 

নিজের ২য় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই সেঞ্চুরি করলেন অভিষেক। এদিন বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। দীপক হুদা নিজের তৃতীয় ম্যাচে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া বয়সের হিসেবে চতুর্থ কম বয়সী ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে এই সংস্করণে সেঞ্চুরি করলেন তিনি।
 
নিজের প্রথম ম্যাচে ডাক মারার পর এদিন সেঞ্চুরি পেয়ে যান অভিষেক। তবে সেঞ্চুরি করার পথেও আছে রেকর্ড। জিম্বাবুয়ের বিরুদ্ধে এর আগে কখনও কোনও ভারতীয় ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন।

৩৩ বলে ব্যক্তিগত ফিফটি করেন অভিষেক। আর সেঞ্চুরি করেন মোট ৪৬ বলে। অর্থাৎ ৫০ থেকে ১০০ তে যেতে অভিষেক খেলেছেন মোটে ১৩ বল। টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে অভিষেকের চেয়ে কম বল খেলেছেন মোটে দুই জন। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলার, আর সেই একই বছরে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা ফিফটিকে সেঞ্চুরিতে পরিবর্তন করতে খেলেছিলেন মোটে ১২ বল। 

ভারতের হয়ে এদিন দ্রুততম শতকের রেকর্ড বুকেও নিজের নাম লিখেছেন অভিষেক শর্মা। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতের সেঞ্চুরি এসেছিল ৩৫ বলে। একই প্রতিপক্ষের বিপরীতে ২০২৩ সালে সূর্যকুমার যাদব সেঞ্চুরি করেন ৪৫ বলে। আর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের শতক এলো ৪৬ বলে। 

জেএ