আজ মুস্তাফিজুর রহমানের শুরুটাই হয়েছিল এলোমেলো ভাবে। এরপরের ওভারের গুলোতেও ফিরে আসতে পারেননি এই বাঁহাতি পেসার। ৪ ওভারে ৫৩ রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন তিনি।

কলম্বো স্ট্রাইকার্সের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন মোহাম্মদ নবী। প্রথম ওভারে খুব একটা হতাশ করেননি টাইগার পেসার। ১ ছক্কায় হজম করেন ৭ রান। নিজের দ্বিতীয় ওভারে দুটি বাউন্ডারি হজম করেন মুস্তাফিজ, খরচ করেন ৯ রান।

প্রথম দুই ওভার তুলনামুলক ভালো করলেও শেষ দুই ওভারে হতাশ করেছেন মুস্তাফিজ। নিজের তৃতীয় ওভারে খরচ করেন ১৭ রান। পরের ওভারে আরও খরুচে ছিলেন টাইগার পেসার। ৩ ছক্কায় হজম করে রান দেন মোটে ২০। সব মিলিয়ে ৪ ওভারে ৫৩ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি মুস্তাফিজ।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে কলম্বো। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন গ্লেন ফিলিপস। এছাড়াও ৪১ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো পেরেরা। রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে এসেছে ৩৬ রানের ইনিংস।

এইচজেএস