আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে রোহিত শর্মার ওপরই আস্থা রাখছে ভারত। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত রোহিতকেই জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

রোহিত‌ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাফল্যের ব্যাপারে আশাবাদী জয়। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর তিনি বলেছিলেন, এই দলই ২০ ওভারের বিশ্বকাপ জিতে আনবে।

নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় উচ্ছ্বসিত জয় বলেছেন, ‘আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।’ বোর্ড সচিবের এই বক্তব্য থেকেই মনে করা হচ্ছে, আপাতত ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনার সম্ভাবনা নেই।

বোর্ড সচিব আরও বলছেন, ‘ঐতিহাসিক জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন। এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করতে চাই। এক বছরের মধ্যে আমরা তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছি। জুনের টেস্ট বিশ্বকাপ ফাইনালে হেরেছি। তারপর একদিনের বিশ্বকাপের ফাইনালেও আমাদের হারতে হয়েছে। টানা ১০টি ম্যাচ জিতেও আমরা ফাইনালে পারিনি। তাও আমার মনে হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরাই জিতব। গত জুন মাসে এটা বলেও ছিলাম।’

২০ ওভারের ক্রিকেটের জন্য অবশ্য নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিসিআই কর্মকর্তাদের। দায়িত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া। সর্বশেষ বিশ্বকাপে তিনিই ছিলেন দলের সহ-অধিনায়ক।

এফআই