সাকিবের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে যা বললেন সাইফউদ্দিন
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফউদ্দিনের থাকা প্রায় নিশ্চিতই ভাবা হচ্ছিল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স বিবেচনা করে শেষ মুহূর্তে মত বদলে যায় বিসিবির নির্বাচকদের। যে কারণে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা করে নেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আর বিশ্বকাপে সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিয়েছেন তানজিম।
৭ ম্যাচে সাকিব শিকার করেন ১৪ উইকেট। বিশ্বকাপ শেষে তরুণ এই পেসারকে নিয়ে কথা বললেন সাইফউদ্দিন। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফউদ্দিন বলেন, 'দেখুন কম্পিটিশনের তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে। চেষ্টা করব আরো ভালো করার অবশ্যই আমি তাকে এপ্রিশিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে৷'
বিজ্ঞাপন
'আমার সে কলিগ আবাহনীতে আমরা একসাথে খেলেছি। আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে এটার জন্য খুব বেশি চিন্তা না করে কিভাবে আরও বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারের দিন যায় ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।'- যোগ করেন সাইফউদ্দিন।
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাইফউদ্দিন বলেন, 'না অবশ্যই ভালো খেলেছে যদিও আরো ভালো খেললে আরো ভালো লাগতো তারপরও ওভারওয়াল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনাল খেলার ভালো সুযোগও ছিল হয়তোবা হয়নি। তারপরও ওদের চেষ্টাকে আমি এপ্রিশিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালো লাগেই।'
ভারতের শিরোপা উদযাপন দেখে সাইফ বলেন, 'যেমন ইন্ডিয়া অনেক সেলেব্রেশন করতেছে বিশ্বকাপ জয়ের পর এগুলো দেখলে তো গায়ের লোম দাঁড়িয়ে যায়। অবশ্যই ইনশাআল্লাহ আমরাও মাঝেমধ্যে চিন্তা করি কবে এরকম চ্যাম্পিয়ন হবো দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব তো এটা আসলে চিন্তা করি। মানুষ তার স্বপ্ন দেখতে দোষ নেই আমরাও দেখি।'
এসএইচ/এফআই