টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের পারফর্মম্যান্স থেকে আলোচনার কেন্দ্রে উঠে এলো ক্রিকেটের বাইরের বিষয়। মাঠের খেলা আর বাজে পারফরম্যান্সের বদলে আলোচনায় সহ-অধিনায়ক তাসকিন আহমেদের টিম বাস মিস। সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুমের কারণে দলের বাস মিস করেন এই পেসার। 

তাসকিনের এমন ঘুম-কাণ্ড নিয়ে গেল কয়েকদিন শুরু হয় নানা আলোচনা। কথা বলেছেন বোর্ড সভাপতি থেকে শুরু করে সিনিয়ার ক্রিকেটার সাকিব আল হাসান নিজেও। তাসকিন নিজেও ফেসবুক পোস্টে লিখেছেন বিস্তারিত। সেই তালিকায় যোগ হয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তাসকিন কান্ড নিয়ে এবার কথা বললেন সাবেক এই ক্রিকেটার।

জানিয়েছেন এখানে দল এবং তাসকিনের দায়। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলছিলেন, ‘প্রথমত তাসকিনের দায়। অবশ্যই তাসকিনের দায়… তাসকিন ঘুম থেকে উঠতে পারে নাই। কিন্তু টিমের দায় ওকে ঠিক সময় মত মাঠে নিয়ে যেতে পারেনি। এটা টিমের দায়।'

গ্রুপ পর্ব থেকে সুপার এইট পর্ব কোথাও ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল। ঠিক কী কারণে ভালো ব্যাটিং করতে পারেনি টাইগাররা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, 'ব্যাটিং ভালো করতে পারিনি যদিও উইকেট খুব খুব টাফ ছিল। এছাড়া সিচুয়েশন অ্যানালাইসিস করতে পারেনি কোন উইকেটে কেমন ব্যাটিং করা হচ্ছে সেটা করতে পারেনি। সুপার এইটে যাওয়ার পর আমাদের যেরকম ক্রিকেট খেলার কথা ছিল সেটা আমরা পারিনি।'

এদিকে ঘুমকাণ্ডের জেরে তাসকিন সহজেই পার পাচ্ছেন না বলে জানালেন বিসিবির আরেক পরিচালক এবং আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। গণমাধ্যমে তিনি বলেন, ‘রিপোর্টটা আসার পরে কোথায় সমস্যা আছে...এটা তো সবার সঙ্গে আলোচনার বিষয়। এরপর ক্রিকেট অপারেশন্স আছেন সিদ্ধান্ত নেয়ার জন্য। স্পষ্টভাবে আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এটা গ্রহণ করার মতো নয়। ভবিষ্যতে এমন যেন না হয় সেটাই একটা সমাধান করা হয়।'

মিঠু অবশ্য এই ঘটনাকে দেখছেন তরুণদের জন্য সতর্কবার্তা হিসেবে, ‘তাসকিন এখন অসাধারণ খেলোয়াড়। বিশ্বসেরা ক্রিকেটার। হয়তো ওর একটু ভুল হয়ে গেছে। তবে ওর যদি এটা নিয়মিত হয়, তাহলে এটা বড় সমস্যা। আর এটা তরুণ ক্রিকেটারদের জন্য একটা সতর্কবার্তাও।’ 

এসএইচ/জেএ