৪৮তম দাবা চ্যাম্পিয়নশিপের একাদশ রাউন্ড শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় ১১ খেলায় ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন। আট পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন এককভাবে। সাড়ে সাত পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যুগ্মভাবে তৃতীয় স্থানে।

জাতীয় দাবা ১৩ রাউন্ডের খেলা। নীড় আগামী দুই রাউন্ডে দেড় পয়েন্ট পেলেই প্রথমবারের মতো জাতীয় দাবার চ্যাম্পিয়ন হবেন। আগামীকালই (শুক্রবার) নীড়ের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাকে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে হারাতে হবে আর অন্যদিকে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে এনামুল হোসেন রাজীবের বিপক্ষে হারতে হবে। তখন নীড় শেষ রাউন্ডে হারলেও শিরোপা হাতছাড়া হবে না। 

জাতীয় দাবায় সর্বাধিকবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবার চ্যাম্পিয়ন ট্রফি দেখছেন নীড়ের হাতেই। জিয়া বলছেন, ‘নীড়ই চ্যাম্পিয়ন হবে বলাই যায়। তার শেষ রাউন্ড অমিত বিক্রমের সঙ্গে। সেই ম্যাচ তার জয়ের সম্ভাবনাই বেশি। এক পয়েন্ট অনেকটাই অবধারিত। আগামীকাল নিয়াজ ভাইয়ের সঙ্গে সে খেলবে সাদা নিয়ে এবং দুর্দান্ত ফর্মে রয়েছে।’ জাতীয় দাবায় অনেক নাটকীয়তা থাকে। তবে এবার তেমন নাটকীয়তা নেই। নীড়ের আধিপত্য ছিল অনেক আগে থেকেই। তাই এখন জিয়ার লক্ষ্য দ্বিতীয় স্থান, ‘সে এই টুর্নামেন্ট অসাধারণ খেলেছে। একটি ম্যাচও হারেনি। তার চেয়ে অভিজ্ঞদের বিপক্ষে ড্র করে পয়েন্ট নিয়েছে, সমশক্তির সঙ্গে জিতেছে। আমি এখন আর নিজের শিরোপার সম্ভাবনা দেখি না। তাই দ্বিতীয় স্থানের জন্যই খেলব।’

নারায়ণগঞ্জের সন্তান নীড় দাবার নতুন বিস্ময়। মাত্র ১৪ বছর বয়সেই তিনি জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পথে। ইতোমধ্যে আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য দু’টি নর্ম পেয়েছেন। আরেকটি নর্ম পেলেই আইএম টাইটেল পাবেন। এর পরের ধাপই গ্র্যান্ডমাস্টার হওয়ার। 

আজ (শনিবার) একাদশ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেছেন। ফিদে মাস্টার নীড় সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার আমিনুলের গিয়াকো পিয়ানো গেম পদ্ধতির বিপক্ষে খেলে ২৬ চালের মাথায় জয়ী হন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পরাজিত করেছেন বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে। গ্র্যান্ডমাস্টার জিয়া কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৬ চালে আন্তর্জাতিক মাস্টার শাকিলের বিপক্ষে জয়ী হন।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে পরাজিত করেছেন। যেখানে রাজীব সাদা ঘুঁটি নিয়ে স্কচ গেম পদ্ধতির খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের বিপক্ষে ৪৫ চালের মাথায় জয়ী হন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ পরাজিত করেন বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর কিংস ইন্ডয়ান ডিফেন্স পদ্ধতির বিপক্ষে খেলে ৩০ চালের মাথায় বিজয়ী হন।  

বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেছেন। ফিদে মাস্টার জিয়া কালো ঘুঁটি নিয়ে ব্যাংকো গ্যাম্বিট পদ্ধতিতে খেলে অমিত রায়ের বিপক্ষে জয়ী হন ৫১ চালে। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী ড্র করেন বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হকের সঙ্গে।

এজেড/এএইচএস