বিশ্বকাপ জিতেই সেরা অলরাউন্ডার হার্দিক, এগোলেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়েছে কয়েকদিন হলো, তবে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে সেই স্মৃতি এখনও তরতাজা। দলীয় অর্জনে এমন আনন্দের অনুভূতি তো ছিলই, এবার ব্যক্তিগত অবদানে হার্দিক পান্ডিয়ার খুশির মাত্রা আরও বেড়েছে। চলতি বছরের শুরু থেকে আইপিএলের তিক্ত স্মৃতি ও দাম্পত্য বিচ্ছেদের জলঘোলা পরিবেশ কিছুটা হালকা হয়েছে বিশ্বকাপ জয়ে। এবার বোধহয় সেসব তিক্ততা পুরো মুছে ফেলার সময় এসেছে হার্দিকের সামনে।
নতুন করে আজ (বুধবার) টি-টোয়েন্টির হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন হার্দিক পান্ডিয়া। ওই তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানেরও। তিনি এক ধাপ এগিয়ে উঠেছেন পাঁচ নম্বরে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক, তাই দীর্ঘদিন নম্বর ওয়ান থাকার পর এবার তার ঠিকানা হয়েছে পাঁচে।
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। এর মধ্য দিয়ে রোহিত শর্মার দল ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ১৩ বছর পর কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে পুরো বিশ্বকাপজুড়েই ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স ছিল দলের অলরাউন্ডার হার্দিকের। সবমিলিয়ে ৮ ম্যাচে ১৪৪ রান করেছেন দেড়শর বেশি স্ট্রাইকরেটে, এ ছাড়া বল হাতে নিয়েছেন ১১ উইকেট। তারই সুফল পেলেন র্যাঙ্কিংয়ে। যদিও ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে তার রেটিং সমান ২২২।
— ICC (@ICC) July 3, 2024
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ লাফিয়েছেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। ফাইনালে শেষ ওভারটি করার দায়িত্বও ছিল তার কাঁধে, পরিকল্পিত বোলিংয়ে প্রথম ডেলিভারিতেই তিনি বাউন্ডারিতে ক্যাচে পরিণত করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে। এর আগে ফাইনালে ভয়ংকর হয়ে ওঠা হাইনরিখ ক্লাসেনকেও ফেরান। হার্দিকের সমান ২২২ রেটিং নিয়ে যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা।
আরও পড়ুন
দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। বিশ্বকাপে দারুণ ধারাবাহিক এই তারকাও এক ধাপ এগিয়েছেন। তিনে আছেন বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তিনিও এগিয়েছেন একধাপ। এ ছাড়া সাকিব ছয় থেকে একধাপ ওপরে উঠেছেন। তবে আফগানরা বিশ্বকাপে চমক জাগালেও, ব্যক্তিগতভাবে কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারেননি মোহাম্মদ নবি। যে কারণে তিনি চার ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছেন।
এএইচএস