লঙ্কা প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই ব্যাট হাতে হতাশ করেছেন তাওহিদ হৃদয়। তবে ফিরতি ম্যাচে আজ দলের টপ অর্ডারদের দারুণ ব্যাটিংয়ের সামনে নামারই সুযোগ পেলেন না টাইগার এই ব্যাটার।

লঙ্কান ওপেনার কুশাল পেরেরার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৯১ রানে থেমেছে ডাম্বুলা সিক্সার্সের ইনিংস। ১৯১ রানের পুঁজি নিয়ে জাফনা কিংসের বিপক্ষে বোলিংয়ে নামবেন মুস্তাফিজুর রহমানরা। 

টস জিতে ডাম্বুলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন জাফনার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুতে দানুশকা গুনাথিলাকার উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন কুশাল পেরেরা ও নুয়ানিন্দু ফার্নান্দো।

৩৫ বলে ৪০ রান করে ফার্নান্দো বিদায় নিলে হৃদয়ের বদলে নামেন আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা মার্ক চ্যাপম্যান। শেষ পর্যন্ত কুশালের সঙ্গে জুটি গড়ে ম্যাচ শেষ করে আসেন কিউই ব্যাটার।  

৫২ বলে ১০২ রান করে অপরাজিত থেকে গেছেন কুশাল পেরেরা। ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মারে। ২৩ বলে ৩৩ রানে থাকেন অপরাজিত চ্যাপম্যান। আর কোনো উইকেটের পতন না হওয়ায়  ক্রিজে নামা হয়নি হৃদয়ের। জাফনার পক্ষে দুটি উইকেটই শিকার করেন ধনঞ্জয়া ডি সিলভা। 

এফআই