ভারত-দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণের। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের এই টুর্নামেন্টে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মার দল। আসর শেষ হতেই হিসাব-নিকেশ শুরু হয়ে গেছে পরবর্তী তথা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসন্ন টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকছে এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা।

যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০ দল। আসন্ন বিশ্বকাপেও সমান সংখ্যক দল অংশ নেবে। চারটি গ্রুপে প্রতিটিতে পাঁচটি করে দল থাকবে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের সুপার এইট ও টি-টোয়েন্টির র‌্যাঙ্কিং বিবেচনায় এরই মধ্যে আসন্ন টুর্নামেন্টের মূলপর্বের টিকিট পেয়েছে ১২টি দল। বাকি ৮টি দল অঞ্চল ভিত্তিক কোয়ালিফায়ার খেলে নিজেদের জায়গা নিশ্চিত করবে।

২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত কাদের?

আয়োজক হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। এ ছাড়া সর্বশেষ বিশ্বকাপের শেষ আট দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং চমক দেখানো যুক্তরাষ্ট্র নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে থাকা পাকিস্তান ও নিউজিল্যান্ডও র‌্যাঙ্কিং পরবর্তী আসরের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে আছে কিউইরা আর বাবর আজমরা আছে সাতে। এ ছাড়া ১১তম অবস্থানে থাকা আয়ারল্যান্ডও মূলপর্বে খেলবে। 

আয়োজক হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। এ ছাড়া সর্বশেষ বিশ্বকাপের শেষ আট দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং চমক দেখানো যুক্তরাষ্ট্র নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

১২ দলের পাশাপাশি বাকি ৮ স্পটের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা এবং পূর্ব এশিয়ার অঞ্চলভিত্তিক কোয়ালিফায়ারে লড়বে দলগুলো।  

গত শনিবার রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত। এ ছাড়া দুটি করে শিরোপা আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের। 

সংবাদসূত্র-জিও নিউজ

এফআই