শান্তর কথায় খুশি নন পাপন
সুযোগ ছিল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালই এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে বাংলাদেশ ক্রিকেটের বড় সাফল্য। সেটা ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল বিশ্বকাপে। সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানকে নিয়ম মেনে হারাতে পারলেই মিলত সেমিফাইনালের গোল্ডেন টিকিট।
দারুণ বোলিংয়ে সেদিন আফগানিস্তানকে ১১৫ রানে আটকে দেয় বাংলাদেশ। এরপর টাইগারদের সেমি-ফাইনাল খেলতে গিয়ে সমীকরণ দাঁড়ায়, ১২ ওভার ১ বলে ১১৬ রান। কেবল এই রান করতে পারলেই বাংলাদেশ সেমিফাইনালে যাবে। এমন অবস্থায় তারা অলআউট হয় ১০৫ রানে। ফলে সেমির স্বপ্ন শেষ হয় সেখানেই।
বিজ্ঞাপন
এই ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, শুরুর দিকে তিন উইকেট হারানোর পর সেমিফাইনাল নয়, জয়ের জন্য খেলেছেন তারা। তার করা এমন বক্তব্যে বেশ সমালোচনা শুরু হয়ে যায় প্রথম থেকেই। এবার জানা গেল, অধিনায়কের বক্তব্যে খুশি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল মঙ্গলবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। পাপন সেখানে বলেন, ‘আমি যেই কথাটা প্রথম থেকে বলছি, ওর এই কথার সঙ্গে আমি কোনোভাবেই একমত না। আমি তো বলছি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এটাও বলে শেষ করেছে ১২ ওভার পর্যন্ত আমাদের লড়াই করার দরকার ছিল।’
আরও পড়ুন
সেমি-ফাইনাল খেলার জন্য ওই লড়াইটা কি বাংলাদেশ করেছে? এমন প্রশ্নের জবাবে পাপন বললেন, ‘আমাদের যখন ডিফেন্স করা দরকার ছিল, তখন দেখছি মারতেছি। যখন মারা দরকার, তখন দেখি ডিফেন্ড করতেছি। এটা তো প্রথমেই বলেছি গ্রহণযোগ্য না। এই যে বললাম, আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরও নির্দিষ্ট করে দিতে পারতাম যদি ওদের সঙ্গে কথা বলতে পারতাম। ’
সুপার এইটের ম্যাচগুলোতে বাংলাদেশের মধ্যে পালিয়ে বাঁচার চেষ্টা ছিল কিনা প্রশ্নে পাপন বলেন, ‘কেমনে বলবো। আপনারা যে একেকটা বলেন...অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে যে উইকেটে খেলা হয়েছে; ওইটা পুরো আলাদা নিউইয়র্ক, সেন্ট ভিনসেন্টের চেয়ে। ওই উইকেটে ওদের সঙ্গে জেতা কঠিন। ’
এসএইচ/জেএ