সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত মন্তব্য— ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ।’ বিশ্বকাপ কিংবা দ্বিপক্ষীয় সিরিজে প্রতিটি হারের পরই এই উক্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কৌতুক করেন টাইগার ক্রিকেটভক্তরা। যা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের করা একটি মন্তব্য থেকে পাওয়ার দাবি তাদের। তবে কখনোই এমন কথা বলেননি বলে পাল্টা দাবি করেছেন পাপন।

আজ (বুধবার) বিশ্বকাপ পরবর্তী বিভিন্ন বিষয়ে বিসিবি জরুরি সভায় বসেছিল। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আলোচিত সেই বক্তব্য নিয়ে পাপন বলেন, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে...আমি জীবনেও এই কথা বলি নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে।’ 

‘টার্গেট নেক্সট বিশ্বকাপের’ মন্তব্য সত্যি নয় বলে উল্টো কারা ছড়িয়েছে সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন বিসিবি সভাপতি, ‘যা দিয়ে বানায়, এখন বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলব সত্যি?’

যেকোনো হারের পরই ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাজে সমালোচনা’ করা হয়। এ নিয়ে পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব না, আবার উত্তরও দেব না কখনো এরকম ছিল না। ঠিক হোক, ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনও কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশাল মিডিয়াতে চলছে।’ 

কোনোভাবেই এ ধরনের আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি, ‘পার্সোনাল যে অ্যাটাক, এমন অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে, সেটারও একটা লিমিট আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করব না।’

প্রসঙ্গত, এর আগে একটি বক্তব্যে পাপন বলেছিলেন, ‘আমরা এখন যা করছি, সেটি এই বিশ্বকাপের জন্য চিন্তা করলে হবে না। আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। এমন কোনো কোচ বা বোর্ড নেই, যারা একটা দলকে রাতারাতি পাল্টে ফেলতে পারবে। এখন চিন্তা করতে হবে লং টার্ম, সেজন্য আমরা টার্গেট করেছি নেক্সট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। যার জন্য আমরা টিম রেডি করছি।’

এসএইচ/এএইচএস