প্রতীকি ছবি

আজ (২ জুলাই) বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস ১৯৯৪ সালের ২ জুলাই ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকেই প্রতি বছর নানা দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। 

সংবাদপত্র/মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত। সাংবাদিকরাই মিডিয়ার প্রাণ। সাংবাদিকতার অন্যতম শাখা ক্রীড়া। সাংবাদিকতার অন্য কোনো শাখা/বিটে বিশেষ কোনো দিবস নেই। ক্রীড়া সাংবাদিকতাই মূলত বৈশ্বিকভাবে উদযাপিত হয়।

বাংলাদেশের খেলাধুলার প্রচার-প্রসার ও মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের অবদান অনেক। আজ ক্রীড়া সাংবাদিক দিবসে ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন শুভেচ্ছা জানিয়েছে। ক্রীড়া সাংবাদিক দিবসে সবার আগে শুভেচ্ছা বার্তা দিয়েছে বসুন্ধরা কিংস। 

বাংলাদেশে ক্রীড়া লেখক ও সাংবাদিকদের তিনটি সংগঠন রয়েছে। এই তিন সংগঠনের মধ্যে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বৈশ্বিক সংগঠন এআইপিএসের অধিভুক্ত। বাংলাদেশে দীর্ঘদিন থেকেই দিবসটি পালন করে আসছে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন। 

এজেড/এএইচএস