বৈমানিক নাকভিকে নিয়ে ভারত সিরিজের দল ঘোষণা করল জিম্বাবুয়ে
ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিস্বাবুয়ে। ১৭ সদস্যের এই দলে বড় চমক আন্তুম নাকভি। জিম্বাবুয়ের জার্সিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেয়া নাকভি।
বাবা-মা পাকিস্তানের হলেও ১৯৯৯ সালে বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেন নাকভি। চার বছর বয়সে অবশ্য অস্ট্রেলিয়াতে পাড়ি জমান টপ অর্ডার এই ব্যাটার। যেখানে বানিজ্যিক এয়ারলাইনসের পাইলট হিসেবে যোগ্যতাও অর্জন করেছেন। তবে ক্রিকেটের জন্য পাইলট ক্যারিয়ারের ইতি টানেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
বিজ্ঞাপন
নাগরিকত্ব পাওয়ার পর এবার সুযোগ পেলেন জিম্বাবুয়ের জাতীয় দলে। জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করা প্রথম কোন ব্যাটার হিসেবে চলতি বছরের শুরুতে লগান কাপে মিড ওয়েস্ট রাইনসের হয়ে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলেছিলেন। সেই সঙ্গে নিজের দ্বিতীয় বছরেই দলটির হয়ে অধিনায়কত্বও করেছেন নাকভি।
এ পর্যন্ত জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে ৭ টি-টোয়েন্টিতে ১৪৬.৮০ স্ট্রাইক রেটে ১৩৮ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ৮ ম্যাচে ৭৩.৪৭ গড়ে ৫১৪ রান করেছেন। যেখানে তিনটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও করেছেন ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন ও রায়ান বার্লের মতো ক্রিকেটাররা। দলে ফিরেছেন ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা।
আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব খেলার পর এবারই প্রথম জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেন্ডাই চাতারা। ভারতের বিপক্ষেও অধিনায়ক হিসেবে থাকছেন সিকান্দার রাজা।
আগামী ৬ জুলাই শুরু হবে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ যথাক্রমে ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।
জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা, ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জংয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
এইচজেএস