টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। গতকাল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের বিদায়টা শিরোপা দিয়ে রাঙান রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। আর এই ম্যাচই ছিল কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষবারের মতো ভারতের ডাগআউটে বসা। বিশ্বকাপের আগেই তিনি নতুন করে আর দায়িত্ব নেবেন না বলে জানিয়েছিলেন। যে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের পর নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন রোহিত।

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘আমাদের যে কারও চেয়ে এই ট্রফি সবচেয়ে বেশি প্রাপ্য দ্রাবিড়ের। গত ২০-২৫ বছরে ভারতের ক্রিকেটের জন্য তিনি যা করেছেন। তার ক্যাবিনেটে এই একটা জিনিসই বাকি ছিল কেবল। দলের সবার পক্ষ থেকে আমি খুশি এবং এটা আমরা করতে পেরেছি শুধু তার কারণেই। আপনারা দেখেছেন, তিনি কতটা গর্বিত এবং রোমাঞ্চিত ছিলেন।’

খেলোয়াড়ি জীবনে যেমন পরিশ্রমী ছিলেন দ্রাবিড়, তেমনি কোচ হিসেবেও তার নিষ্ঠার কথা শিষ্যরা বলে আসছেন আগে থেকেই। স্বজনের মতো করে তার ক্রিকেটারদের আগলে রাখার কথা নতুন করে স্মরণ করিয়ে দিলেন রোহিত, ‘রাহুল ভাই নিজেকেও ছাড়িয়ে গেছে। ছেলেরা কি চায় সেটা তিনি বুঝতেন। সেদিকেই প্রাধান্য দিতেন। এটা সহজ কোনো কাজ নয়, কিন্তু রাহুল ভাই দলের কথা ভেবে এটা করতেন। ছেলেদের কি প্রয়োজন তিনি বুঝতে পারতেন।’

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের মুহূর্তকে নিজের জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেন রোহিত, ‘আমার কাছে এই মুহূর্তটাই সেরা। কারণ আমি অনেক মরিয়া হয়ে ছিলাম এই বিশ্বকাপ জয়ের জন্য। আমি পরিসংখ্যান পছন্দ করি না। তারপরও বলব এতদিন এত এত যে রান করেছি তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ভারতের হয়ে ম্যাচ জেতা, ট্রফি জেতা– এটাই আমার মূল লক্ষ্য ছিল সবসময়। সবচেয়ে সেরা মুহূর্ত কিনা জানি না তবে এটা সেরা মুহূর্তগুলোর একটি।’

রাহুল দ্রাবিড়ের অধীনে গত ১২ মাসে তিনটি বিশ্ব আসরের ফাইনাল খেলল ভারত। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ জিততে না পারলেও টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে দ্রাবিড়ের দলটি। খেলোয়াড়ী জীবনে অধিনায়ক হিসেবে দ্রাবিড়কে এই ওয়েস্ট ইন্ডিজ থেকেই খালি হাতে ফিরতে হয়েছিল ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। সেই একই মাটি থেকে ভারতীয় দলের কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে তিনি বিশ্বকাপ নিয়ে ফিরবেন।

এসএইচ/এএইচএস