১৯ নভেম্বর, ২০২৩। ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্তে ছন্দে থাকা ভারত শিরোপা থেকে নিঃশ্বাস দূরত্বে। ফাইনালের মহারণের ভেন্যু আহমেদাবাদ ছাপিয়ে দেশটির আনাচে-কানাচে উৎসবের অপেক্ষা। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে উৎসব রূপ নেয় বিষাদে। কয়েক মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপের ফাইনালে ভারত।

এবার আর শিরোপা হাতছাড়া করতে চায় না ম্যান ইন ব্লুরা। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলা রোহিত-কোহলিদের হাতে বিশ্বকাপ দেখতে চাতক পাখির মতো অপেক্ষায় কোটি ভারতীয়। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আজ (শনিবার) সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে। কোচ দ্রাবিড়ের শেষ ম্যাচে তার হাতে ট্রফি দেখতে চাইছেন সবাই। সকাল থেকেই দেশটির বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে প্রার্থনা, যজ্ঞ। বাজছে ঢাক, ঢোল। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশটির আর্শীবাদ নিয়ে বার্বাডোজে নামতে চলেছেন রোহিতরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে ভারতের সামনে প্রথমবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মারা ঘরে ট্রফি নিয়ে ফিরতে পারবে কি না সেই দিকেই নজর তাদের ভক্তদের। ২০১৩ সালের পর থেকে ট্রফিখরা চলছে টিম ইন্ডিয়ার।

এদিকে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ। হয়তো রোহিত, বিরাট কোহলিও টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামবেন। তাই ম্যাচ ঘিরে এখন থেকেই উন্মাদনায় ভক্তরা। বিশ্বকাপ যেন ভারতেই আসে। সেই প্রার্থনা করে চলেছেন ভক্তরা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একাধিক ভক্ত রোহিত, বিরাটদের পোস্টার হাতে নিয়ে মন্দিরে আরতি করছেন। মুম্বাইয়ের এক রোহিত ভক্ত স্থানীয় সিদ্ধিবিনায়ক মন্দিরে নিজের প্রিয় নায়কের নামে পুজো দিয়েছেন। খোল, কর্তাল, ঢাক, ঢোল বাজিয়ে রীতি মেনে ভারতীয় টিমের জন্য পুজাতে মেতে উঠেছেন রোহিত-বিরাট-বুমরাহদের ভক্তরা। এমন দৃশ্য অবশ্য এবারই প্রথম নয়, আগে যতবার ভারত ফাইনালের দরজায় গিয়েছেন, প্রার্থনা পুজা করতে ভুলেননি ভক্তরা।

শেষবার ভারতীয় ক্রিকেট দল কোনো আইসিসি ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ভারতে ক্রিকেট শুধু খেলা না, আবেগ। ধোনি যুগের পর সেই আবেগে বারবার ধাক্কা লেগেছে। এবার ট্রফিখরা যাতে কাটে সেই প্রার্থনায় সমর্থকরা।

এফআই