ব্যাটিং নাকি বোলিং, শিরোপা নির্ধারণে টস কতটা ভূমিকা রাখবে?
আর ঘণ্টা খানেকের অপেক্ষা। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। ভারতের সামনে ১১ বছরের শিরোপা খরা ঘুচানোর মিশন। আর দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে প্রথম বিশ্বকাপের নেশায়। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। এবার সেই শিরোপা দ্বিতীয়বার ঘরে তোলার অপেক্ষা।
প্রথম বিশ্বকাপের সেই স্কোয়াডে তরুণ এক মুখ ছিলেন রোহিত শর্মা। এবার তিনি পরিণত। ক্যারিয়ারে জয় করেছেন অনেক কিছুই। ক্রিকেটের ইতিহাসে মাত্র চতুর্থ অধিনায়ক হিসেবে টানা তিন আইসিসি ইভেন্টের ফাইনালে অধিনায়ক হিসেবে নামতে যাচ্ছেন রোহিত।
বিজ্ঞাপন
এদিকে রোহিতের প্রতিপক্ষ এইডেন মার্করাম অধিনায়ক হিসেবে কখনোই বিশ্বকাপে হারেননি। তিনি অপেক্ষায় আছেন প্রোটিয়াদের প্রথম বিশ্বকাপ এনে দেয়ার।
বার্বাডোজের কেনসিংটন ওভালের এই ফাইনালে বড় ভূমিকা রাখবে টস। এখন পর্যন্ত দুই দলই শতভাগ ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে। আগে বা পরে ব্যাট করে খুব একটা চ্যালেঞ্জে তাদের পড়তে হয়নি। বার্বাডোজের অতীত রেকর্ডও কোনো দলকে বাড়তি সুবিধা দিতে নারাজ।
এবারের বিশ্বকাপে এর আগে বার্বাডোজে দিনের সূচিতে ম্যাচ হয়েছে ৪টি। যেখানে টস জিতে আগে ব্যাট করা দল জিতেছে এক ম্যাচ, হেরেছেও এক ম্যাচ। আবার আগে বোলিং করা দলও জয় পেয়েছে ১ ম্যাচে, হেরেছে অন্য ম্যাচে। তাই মাঠে টস জিতে ব্যাটিং কিংবা বোলিং করা খুব বড় ভূমিকা রাখছে না। আবার খেলা যেহেতু দিনের বেলায়, তাই শিশিরজনিত কোনো সুবিধাও পরে বোলিং করা দল পাচ্ছে না সেটা নিশ্চিত।
আরও পড়ুন
ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই সবকটা ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে। দক্ষিণ আফ্রিকা ৮ ম্যাচের মধ্যে টস জিতেছে ৩ ম্যাচে। দুইবারই আগে করেছে বোলিং। অন্যদিকে ভারত ৭ ম্যাচের মধ্যে (তাদের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়) ৫ বারই আগে ব্যাট করেছে। এদের মধ্যে অবশ্য ভারতেরই বল হাতে বাড়তি সুবিধা পাওয়ার কথা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে। অস্ট্রেলিয়া ম্যাচের দিনেও এমন বাড়তি বাতাসের সুবিধা ভালোই নিয়েছিলেন আর্শদ্বীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ। এছাড়া দিনের বেলায় বাড়তি আর্দ্রতায় আর্শদ্বীপ রিভার্স সুইংয়ের সুবিধাও আদায় করেছেন পুরোদমে।
বল হাতে তাই পরের দিকেই বরং কিছুটা বাড়তি সুবিধা পাবে ভারত। দক্ষিণ আফ্রিকাও নিজেদের বোলিং লাইনআপ নিয়ে আশাবাদী হতেই পারে। ম্যাচের আগের দুই অধিনায়ক এইডেন মার্করাম এবং রোহিত শর্মাও বেশ লম্বা সময় নিয়েই পিচ পর্যবেক্ষণ করেছেন।
অবশ্য আকাশ মেঘলা থাকায় কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে আগে বোলিং করা দল। এছাড়া ম্যাচে বৃষ্টি বাঁধা দিলেও পরে ব্যাট করা দল কিছুটা হলেও উপযোগী পরিবেশ পাবে। সবমিলিয়ে তাই ফাইনালের টস নিয়ে একটা গোলকধাঁধা থেকেই যায়। তবুও দুই বলের বোলিং ভারসাম্যের কথা বিবেচনায় আগে ব্যাট করাকেই নিরাপদ ভাবছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বার্বাডোজে চলতি বিশ্বকাপের আটটি ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। প্রথম চারটি পূর্ণ ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯০ করার পর ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সবশেষ দুই ম্যাচে যুক্তরাষ্ট্রকে অল্প রানে আটকে সহজেই জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এমনকি সুপার এইটে ভারত-আফগানিস্তানও খেলেছে এই মাঠে। যেখানে আফগানদের ৪৭ রানে হারান রোহিতরা। তবে বার্বাডোজের এবার একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা।
জেএ