বাবরকে ছাড়িয়ে শীর্ষে রোহিত
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো ভারত। আর এই জয়ে বড় অবদান রোহিতের।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন রোহিত। ৫৭ রানের ইনিংস খেলার পথে ২টি ছক্কা মারেন তিনি। যা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৫০তম ছক্কা। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। তার সামনে রয়েছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ক্রিস গেইল। যার ছক্কা সংখ্যা ৬৩টি।
এদিন প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে অর্ধশতরানের দেখা পান রোহিত। এর আগে ভারতের কোনো অধিনায়ক ২০ ওভারের বিশ্বকাপের নকআউট ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি।
তাছাড়া অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন রোহিত। সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এনে দিয়ে সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে অধিনায়ক হিসেবে ৪৮তম (সুপার ওভারসহ) জয় তুলে নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের পাশে বসেছিলেন তিনি। আজ বাবরকে ছাড়িয়ে গেলেন ভারতীয় অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের মধ্যদিয়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন এককভাবে রোহিতের। তিনি ৬১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৯টি জয় তুলে নিয়েছেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের জয়ের হাফসেঞ্চুরি করবেন রোহিত।
এইচজেএস