চোটের কারণে মাঝে কিছুদিনের বিরতিতে ছিলেন ভারতীয় তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। এরপর আইপিএল দিয়ে তিনি মাঠে ফেরেন। স্বাভাবিকভাবে চোট কাটিয়ে ফেরার পর ফর্ম দেখাতে সময় নেন ক্রিকেটাররা। এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত বুমরাহ, যখন রানবন্যার আইপিএলে বোলাররা সমানে রান বিলিয়েছেন, সেখানে তার ইকোনমি ছিল মাত্র ৬–এর কিছু বেশি। সেই ফর্ম টেনে নিয়ে গেছেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে। যা দেখে বুমরাহকে নিয়ে বড়সড় মন্তব্যই করলেন স্বদেশি কিংবদন্তি কপিল দেব।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘সে (বুমরাহ) আমার চেয়ে ১০০০ গুণ ভালো। এখনকার এই তরুণ ছেলেরা আমাদের চেয়ে অনেক ভালো। আমাদের অভিজ্ঞতা বেশি ছিল। কিন্তু তারা অধিক ভালো। অসাধারণ এবং তারা অনেক পরিশ্রমীও।’

বুমরাহকে নিয়ে করা কপিল দেবের মন্তব্য বেশ চমকপ্রদ হলেও, পরিসংখ্যানেই আসল চিত্র বোঝা যায়। নিজের টেস্ট ক্যারিয়ারে ডানহাতি পেসার কপিল প্রায় ২৯ গড়ে নিয়েছেন ৪৩৪ উইকেট। অন্যদিকে বুমরাহর সাদা পোশাকে ২০ গড়ে শিকার ১৫৯ উইকেট। ওয়ানডেতে কপিলের ২৫৩ উইকেটের বিপরীতে বুমরাহর রয়েছে ১৪৯ উইকেট। একদিনের ক্রিকেটে দুজনের বোলিং গড়ের পার্থক্য বেশি নয়। কপিলের গড় যেখানে ২৭.৪৫, বুমরাহর ২৩.৫৫। এ ছাড়া ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ৮৫টি। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অসাধারণ ফর্মে রয়েছেন ভারতের প্রধান পেসার বুমরাহ। ২৩ ওভারে ১১টি উইকেট শিকার করেছেন তিনি। এর চেয়েও উল্লেখযোগ্য বিষয় তার অসামান্য ইকোনমি রেট। মাত্র ৪.০৮ ইকোনমি রেটে বল করেছেন তিনি, যা ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ এবং নির্ভুল কর্তৃত্বের কথাই প্রমাণ করে।

এদিকে, আজ ইংল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের সেমিতে মুখোমুখি হয়েছে ভারত। ইংলিশ বাধা পেরিয়ে ফাইনাল জিতে ভারত শিরোপা জিতবে বলে আশা সাবেক অধিনায়ক কপিলের, ‘দলের জন্য আমার শুভেচ্ছা। আমি আশা করি ভারতীয় ক্রিকেটাররা যেভাবে খেলছে, সেভাবেই চালিয়ে যাবে। ৫০ ওভারের বিশ্বকাপের মতো একটা খারাপ দিন যাতে না আসে, সেদিকে নজর রাখতে হবে। এখন পর্যন্ত দল ভালো খেলছে, উপভোগ করছে। আশা করব শেষ পর্যন্ত তারা এভাবেই চালিয়ে যাবে। ওদের স্যালুট। আমি ওদের মঙ্গল কামনা করি।’

তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলীয় পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে স্মরণ করিয়ে দেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক, ‘কেন শুধু রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া বা কুলদীপ যাদব? সবাইকে ভূমিকা নিতে হবে। ওদের কাজ ভারতকে টুর্নামেন্ট জেতানো। একটা ম্যাচ একজনই জিতিয়ে দিতে পারে। তবে টুর্নামেন্ট জিততে হলে সবাইকে অবদান রাখতে হবে। শুধু বুমরাহ বা আর্শদীপের অপেক্ষায় থাকলে হারতে হবে। যেকোনো দলে একজন প্রধান ক্রিকেটার থাকে, তবে বিশ্বকাপ জিততে বাকিদেরও ভালো খেলতে হয়।’

এএইচএস