এক ওভারে ৪৩ রান, বিশ্বরেকর্ড ইংলিশ পেসারের
এক ওভারের ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড অনেকেরই আছে। হার্শেল গিবস ও যুবরাজ সিংদের পরেও আরও কয়েকজন ব্যাটসম্যান সেই নজির গড়েছেন। আর ছয় ছক্কা হজম করা বোলারদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম স্টুয়ার্ট ব্রড।
ইংলিশ এই তারকা পেসার এখন ক্রিকেট থেকে দূরে। এবার ক্রিকেট দুনিয়ায় লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন আরেক ইংলিশ পেসার ওলি রবিনসন। ১৭ বছর পর কার্যত তিনি মুক্তি দিলেন স্টুয়ার্ট ব্রডকে।
বিজ্ঞাপন
— Leicestershire Foxes (@leicsccc) June 26, 2024
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে বিব্রতকর ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। রবিনসনের এক ওভারে লেস্টারশায়ারের লুইস কিম্বার ৪৩ রান তুলেছেন।
৩ নো বলে ৯ বলের ওভারটিতে পাঁচটি ছক্কা ছাড়াও তিনটি চারের মার ও একটি সিঙ্গেল রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন ওলি রবিনসন।
— Vitality County Championship (@CountyChamp) June 26, 2024
লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বৈধ বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে আবারও চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস।
বৈধ পঞ্চম বলে চার মারেন কিম্বার। ওভারের শেষ বলটিও নো বল করেন রবিনসন। তাতে ছক্কা হাঁকান কিম্বার। আর শেষ বলে সিঙ্গল নিয়ে মোট ৪৩ রান তোলেন।
এফআই