টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায় শেষ বাংলাদেশের। এবার বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের পারফরম্যান্স কাটাছেঁড়া করার পালা। স্বাভাবিকভাবেই যাদের ওপর প্রত্যাশার পারদ বেশি ছিল, তাদের নিয়ে সমালোচনার মাত্রাও বেশি হবে। যে তোপে পড়তে পারেন সাকিব আল হাসানও। প্রত্যাশার সিকি-ভাগও পূরণ করতে না পারা সাবেক এই অধিনায়ক অবশ্য আগে থেকেই সমালোচনার আগুনে পুড়ছেন। তাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল।

এর আগে দায়িত্বহীন শট খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হওয়ার পর সাকিবের ওপর তোপ দেগেছিলেন আরেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ। তিনি তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ারও আহবান জানিয়েছিলেন। যা নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ আলোচনা হয়েছিল। এবার আরেক আলোচনায় প্যাটেল জানালেন– সব সময়ই ম্যাচ হারের দায় অন্য সতীর্থদের ওপর দেন সাকিব!

ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে পার্থিব প্যাটেল বলেন, ‘ম্যাচ হারের দায় আপনি কার ওপর দেবেন? সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সাকিবের ওপর, সবচেয়ে বেশি দায়িত্ব ছিল তার ওপর। যেন সে ম্যাচ জেতায় বাংলাদেশকে। কিন্তু বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে যায়, বোলিং তো করেই না। ব্যাটিংয়ে এলেও দু-একটা ছক্কা মেরে আউট হয়ে যায়।’

কেবল এখনই নয়, সাকিব আগে থেকেই ম্যাচ হারের দায় সতীর্থদের ওপর চাপিয়ে আসছেন বলেও মন্তব্য প্যাটেলের, ‘এরপর কোথাও না কোথাও কারো না কারো ওপর তো দোষ চাপাতে হবে। সাকিবের এই অভ্যাস আগে থেকেই আছে। তাই সাকিব যে এমনটা বলেছে তাতে আমি মোটেই অবাক হইনি।’ মূলত ভারতের বিপক্ষে হারের ম্যাচে অধিনায়ক–কোচের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকিব। সেটি নিয়েই তিনি নিশানা হলেন প্যাটেলের।

ভারত ম্যাচে বাংলাদেশ ৫০ রানের বড় ব্যবধানে হেরেছিল। রানবন্যার পিচেও পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছিলেন, ‘আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। কিন্তু শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়তো। পরিসংখ্যান দেখলে হয়ত মনে হবে আগে ব্যাট করাই ভালো ছিল। অধিনায়ক ও কোচ হয়ত অন্যভাবে ভেবেছে, ওদের দ্রুত আটকে ফেললে টার্গেট অনুযায়ী খেলা যাবে। এখানে যখন দলের একজন নেতা থাকবে, সিদ্ধান্ত তার। ভালো করলে অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি। এটা খুবই স্বাভাবিক, যৌক্তিক।’

এদিকে, সাকিবের এমন প্রকাশ্যে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা ঠিক হয়নি বলে মনে করেন পার্থিব প্যাটেল। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘সাকিব নিজ থেকে ক্যাপ্টেন্সি ছেড়েছে মানে বর্তমান ক্যাপ্টেন ও কোচ এটাই ধরে নেবে সাকিব কোনো দায়িত্ব নিতে চায় না। ও হয়তো নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করতে চায় না। তাহলে ওকে ওর মত ছেড়ে দেই। নিজের খেলাটা খেলুক আর অবদান রেখে জেতানোর চেষ্টা করুক। কোচ-ক্যাপ্টেন নিজেদের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তারপরও জনসম্মুখে এসে সাকিব এসব বলেছে। এটা আমি বুঝলামই না।’

এসএইচ/এএইচএস