১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। তাদের সামনে সেমিফাইনালে ওঠারও ভালো সুযোগ ছিল। কিন্তু আদৌ তাদের সেই ইচ্ছা ছিল কি না ক্রিকেটারদের খেলার ধরন দেখে বরং সেই প্রশ্ন উঠেছে। আজ (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের ১১৫ রান তাড়া করতে হতো ১২.১ ওভারে। কিন্তু অধিনায়ক শান্ত জানালেন ধীরেসুস্থে ম্যাচটি শুরু করার কথা, এরপর কী হয়েছে তা তো জানা কথা (৮ রানে হার)। টাইগারদের এমন হারের পরও জ্বলজ্বল করছে রিশাদ হোসেনের বিশ্বকাপ রেকর্ড!

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েই সেটি দারুণভাবে রাঙিয়েছেন বাংলাদেশের এই ‘অমূল্য’ ধন! একজন লেগস্পিনারের জন্য তাদের চাতক পাখির মতো অপেক্ষা ঘুচেছে বেশিদিন হয়নি। তিনি আর কেউ নন, রিশাদ সেই স্বপ্ন পূরণের আশা দেখাচ্ছেন টিম টাইগার্সকে। বিশ্বকাপের এক আসরে তিনি এবার বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। রিশাদ যখন এমন কীর্তি গড়েছেন, সেই সময়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

সেমিতে ওঠার লক্ষ্য নিয়ে আফগানদের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে খেলতে নেমেছিলেন রিশাদ–তাসকিন আহমেদরা। স্লো পিচে বড় পুঁজি গড়া কতটা কঠিন সেটি আগেই জানা ছিল, তবুও রশিদ খানের দলকে অল্পতে আটকে রাখায় অবশ্য কৃতিত্ব প্রাপ্য রিশাদের। ৪ ওভারে ২৬ রান খরচায় তিনি ম্যাচটিতে ৩টি উইকেট নিয়েছেন। কেবল এই ম্যাচটিতেই নয়, বিশ্বকাপে অন্তত আরও তিন ম্যাচে বাংলাদেশকে মোমেন্টাম এনে দেওয়া স্পেল উপহার দিয়েছেন এই লেগস্পিনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি। চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার নম্বরেও আছেন রিশাদ। এর আগে ২০২১ আসরে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ২০২৪ আসরে তার সমান ১১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিবও।

সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব টুর্নামেন্টটিতে এক আসরে সর্বোচ্চ ১৬ উইকেট শিকারের রেকর্ডটি অবশ্য শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ও লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার দখলে। তবে তার রেকর্ডটিও এবার হাতছাড়া হওয়ার পথে। চলতি আসরে এরইমধ্যে ৭ ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। তার দল সেমিফাইনালে ওঠায় ফারুকির সামনে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে।

এদিকে, আফগানদের কাছে বাংলাদেশের হারের ম্যাচটিতে বিরল রেকর্ড গড়েছেন ওপেনার লিটন কুমার দাসও। এদিন তিনি ৪৯ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়বার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার দেখা গেছে। এর আগে বিশ্বকাপে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকার কীর্তি ছিল উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের।

এএইচএস