সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। গতকাল অ্যান্টিগায় ভারতের কাছে ৫০ রানে হারের মধ্যে দিয়ে অনেকটাই ফিকে হয়ে এসেছে টাইগারদের সেমি-ফাইনাল যাওয়ার স্বপ্ন। তবে প্রশ্ন উঠেছে টস জিতে বোলিং নেওয়ার কারণ নিয়ে।

রানপ্রসবা পিচে বাড়তি ব্যাটার দলে নিলেও আগে ব্যাট করেনি বাংলাদেশ। সেই সুবাদেই কি না রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারতীয় ব্যাটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও উঠে এলো এই প্রশ্ন। তবে সাকিব আল হাসান জানালেন, এটা পুরোপুরি কোচ-অধিনায়কের সিদ্ধান্ত।

সাকিব বলছিলেন, ‘আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়ত। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়।’

তবে সাকিব বলছেন আগে ব্যাটিং করলেই ভালো হতো, ‘ব্যক্তিগতভাবে বললে বলব, ক্যারিবিয়ানে একটি ম্যাচে ইংল্যান্ড ১৮০ তাড়া করল, এছাড়া বাকি ম্যাচগুলোতে আগে ব্যাট করা দলই বেশি সফল। এই পরিসংখ্যান দেখলে হয়ত মনে হবে আগে ব্যাট করাই ভালো ছিল। অধিনায়ক ও কোচ হয়ত অন্যভাবে ভেবেছে, ওদের দ্রুত আটকে ফেললে টার্গেট অনুযায়ী খেলা যাবে। হয়ত এ কারণেই আগে ফিল্ডিং করা।’

সাকিব দলের সিনিয়র ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক। টসের এমন সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না কিনা এমন প্রশ্নে তার উত্তর, 'বিষয়টা অভিজ্ঞতা, সিনিয়র এসবের বিষয় না। এখানে যখন দলের একজন নেতা থাকবে, সিদ্ধান্ত তার। ভালো করলে অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলি। এটা খুবই স্বাভাবিক, যৌক্তিক। তবে এটাই খেলা। প্রথম ২ ওভারে  ২ উইকেট নিয়ে নিলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। তখন মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো।’ 

এসএইচ/জেএ