অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৮ রানে হারের পর সুপার এইটের পয়েন্ট টেবিলে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কার্যত বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তরা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

আজকের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে?

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নেয় মিচেল মার্শরা। ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষার মৌসুম। তাই ভারত-বাংলাদেশ ম্যাচ নির্বিগ্নে আয়োজন নিয়েও শঙ্কা থাকছেই। বৈরি আবহাওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সেক্ষেত্রে মেলাতে হতে পারে নানা সমীকরণ। তবে শেষ দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় টাইগাররা। অন্যদিকে, আজ বাংলাদেশকে হারালেই শেষ চারে এক পা দিয়ে রাখবে ভারত। 

আকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে খেলা সাময়িক সময়ের জন্য স্থগিত থাকতে পারে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে।   

রিজার্ভ ডে থাকছে?

সুপার এইটের জন্য রিজার্ভ ডে নেই। বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ ভেসে গেলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি ভেস্তে গেলে চাপে পড়বে টাইগাররা। তাদের তখন অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি আফগানিস্তাকে তাদের হারাতেই হবে। রানরেটও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এফআই