বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করেছে অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে টাইগাররা সর্বসাকুল্যে তুলতে পারে ১৪০ রান। আবারও ব্যাটিং ব্যর্থতায় পর্যাপ্ত রান ওঠেনি টাইগারদের। শেষদিকে তাদের লাইনআপ ধসিয়ে দিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। তবে দুই ওভার মিলিয়ে যে তার হ্যাটট্রিক হয়েছে, সেটি নাকি তিনি জানতেন-ই না! যা ছিল টি-টোয়েন্টি সংস্করণের বিশ্বকাপে সপ্তম এবং অজিদের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক করা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আসলে আমি জানতাম না হ্যাটট্রিক হয়েছে। আগের ওভারে আমি বিষয়টা স্ক্রিনে দেখেছিলাম। পরের ওভারে বল করতে গিয়ে বিষয়টা বেমালুম ভুলে গেলাম। আমার মনে হয় (মার্কাস) স্টয়নিস দৌড়ে এসে উদযাপন করল। বাকিরা তাতে শামিল হলো, ওহ হ্যাঁ ভালো লাগল (এমন অর্জনে)।’

কামিন্স হ্যাটট্রিকের বিষয়টি জানতেন বলে, তেমন উদযাপনও ছিল না উইকেট পাওয়ার পর। ওই সময় তার হ্যাটট্রিকটি বেঞ্চে বসে দেখেছেন অ্যাশটন আগার ও এলিস। তাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পাওয়ার কথা জানান অভিজ্ঞ এই পেসার, ‘বয়সভিত্তিক ক্রিকেটে কয়েকটি হ্যাটট্রিক করেছি। অস্ট্রেলিয়ার হয়ে আগে কখনও হয়নি। বেঞ্চে থাকা আগার ও এলিসের হ্যাটট্রিক আছে, ফলে এবার তাদের ক্লাবে যোগ দিলাম। এটি করতে পারা দারুণ ব্যাপার। চমৎকার একটি ক্লাবের অংশ হলাম। তারা আমাকে স্বাগত জানিয়েছে।’

আগামীকাল অস্ট্রেলিয়ার পরের ম্যাচ কিংসটাউনে, প্রতিপক্ষ আফগানিস্তান। সে ম্যাচের উইকেট কিছুটা স্পিন ট্র্যাক থাকায় বাড়তি স্পিনার খেলানোর কথা জানিয়েছেন কামিন্স, ‘আমরা এই বিষয়টা নিয়ে অনেক খোলামেলা ছিলাম। স্কোয়াডে যে কেউ খেলার জন্য প্রস্তুত থাকবে। ব্যাটিং অর্ডারও পরিবর্তন হতে পারে। অ্যাশ (অ্যাশটন অ্যাগার) সেদিন দারুণ বল করল। আমাদের দলে সবকিছুই রয়েছে। অধিনায়ক নির্বাচকরা সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নেবেন। ফলে আমার কোনো চিন্তা নেই (হাসি)।’

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে কামিন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। আগের হ্যাটট্রিক ছিল ব্রেট লির। কাকতালীয়ভাবে সেই কীর্তিও ছিল বাংলাদেশের বিপক্ষেই। সবমিলিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম হ্যাটট্রিক পেয়ে গেল। দুই অস্ট্রেলিয়ান ছাড়া এই সংস্করণের বিশ্ব আসরে হ্যাটট্রিক করা বাকি পাঁচজন হলেন– আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পান ও আরেক আইরিশ পেসার জশ লিটল।

এসএইচ/এএইচএস