যে কারণে চারে ব্যাটিং করলেন রিশাদ
মূলত লেগ স্পিন দিয়েই একাদশে জায়গা ধরে রেখেছেন রিশাদ হোসেন। তবে ব্যাট হাতেও বড় শট খেলার সামর্থ্য আছে তার। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে স্বাছন্দ্যবোধ করেন তিনি। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চারে নামানো হয়েছিল তাকে, এমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত।
৫৮ রানে দুই ওপেনারকে হারানোর পর রিশাদ হোসেনকে চারে নামিয়ে বড় চমকই দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই তরুণ ব্যাটার। মূলত রানের গতি বাড়াতেই রিশাদকে ফ্রি লাইসেন্স দিয়ে উইকেটে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি টিকতে পারলেন কেবল ৪ বল। ২ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে শর্ট থার্ডে ধরা পড়েছেন তিনি।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেন, ‘উইকেট ভালো ছিল, তবে একটু ধীর। এরপরও কিন্তু আমাদের অন্তত ১৭০ করা উচিত ছিল। এমন দলের বিপক্ষে আমাদের জুয়া খেলা উচিত ছিল, স্পিনারদের মোকাবেলা করতে চারে নামানো হয় রিশাদকে, সে একজন বিগ-হিটার কিন্তু আজ সুযোগ কাজে লাগাতে পারেনি।’
দলের হয়ে আজ সর্বোচ্চ রান এসেছে শান্তর ব্যাট থেকে। টানা অফফর্মে থাকা শান্ত খোলসে ছেড়ে বেরোতে লড়েছেন। ৩৬ বলে খেলেছেন ৪১ রানের ইনিংস। নিজের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, ‘আমি এখন পর্যন্ত ঠিকই আছি, এখানে খেলা উপভোগ করছি এবং মনে করি আমি আরও কিছু করতে পারি।’
শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ২৮ রানের জয় পেয়েছে অজিরা।
এইচজেএস