পুরোনো আক্ষেপ নতুন করে শোনালেন শান্ত
অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে বাংলাদেশ। এন্টিগায় আজ (শুক্রবার) অজিদের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে টাইগাররা। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ব্যাটিংয়ে ভালো করতে না পারার সেই পুরোনো আক্ষেপ। যা অজিদের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে বলেও মনে করেন তিনি।
ম্যাচ চলাকালে বোঝা যাচ্ছিল আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। মাঠের পরিসংখ্যানও বড় রান হওয়ারই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এমন কন্পিশনেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। এ নিয়ে শান্ত বলেন, ‘কন্ডিশনে অনেক বেশি ভিন্নতা রয়েছে। সর্বশেষ ম্যাচে স্পিন ও সিম দুটোই ভালো ধরছিল। আজকের উইকেট একদম ফ্ল্যাট, ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট। আমরা ভালো ব্যাট করিনি, এটাই মূল পার্থক্য গড়ে দিয়েছে। অন্তত ১৬০-১৭০ রান করা দরকার ছিল।’
বিজ্ঞাপন
তবে শুরুতে উইকেট স্লো থাকলেও, মাঠ ভেজা থাকায় অস্ট্রেলিয়ায় সুবিধা পেয়েছে বলেন মনে করেন টাইগার অধিনায়ক, ‘আমরা যখন ব্যাটিং করেছি, ১৬০-১৭০ হবে মনে হয়েছে, অন্তত ১৬০ রান হলে ভালো হতো। উইকেট শুরুতে স্লো ছিল। পরে যদিও ওদের ব্যাটিংয়ে মনে হয়েছে সহজ ছিল। বল ভিজে যাওয়ার কারণে ব্যাটে ভালো আসছিল। আমাদের পেস বলের বিরুদ্ধে অনায়াসে খেলেছে।’
এমন অবস্থায়ও অবশ্য অজুহাত দিতে চান না শান্ত। ক্রিকেটারদের যে সব ধরনের উইকেটে মানিয়ে খেলতে হয়, সেটাই আবার মনে করিয়ে দিলেন তিনি, ‘খেলোয়াড় হিসেবে আমাদের সব ধরনের উইকেটে মানিয়ে নিতে হবে। আজকের উইকেট তো ভালোই ছিল। আমরা নতুন বলে, বিশেষ করে পাওয়ারপ্লে-টা কাজে লাগাতে পারিনি। ভালো ফিনিশিং পাইনি শেষ ৫-৬ ওভারেও। তখন অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। শেষটা ভালো হলে হয়তো ১৬০-১৭০ রানের মতো হতে পারত।’
আরও পড়ুন
ম্যাচটিতে বাংলাদেশ সর্বসাকুল্যে মাত্র ১৪০ রান তুলতে সক্ষম হয়। স্পোর্টিং উইকেটে এমন পুঁজি যে যথেষ্ট হবে না, সেটা জানা কথা। বিশেষত অস্ট্রেলিয়ান ওপেনাররা টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে আছেন, তার সঙ্গে ছিল টাইগার বোলারদের এলোমেলো ডেলিভারি। ফলে ১১ ওভারেই দলীয় একশ পেরোনো অস্ট্রেলিয়ার জয় ছিল স্বাভাবিক ব্যাপার, যা তারা বৃষ্টির কল্যাণে আগেই (ডিএলএস নিয়মে) পেয়ে গেছে।
এসএইচ/এএইচএস