আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠের এই সিরিজে বিশ্রামে থাকবেন বাবর আজম-মােহাম্মদ রিজওয়ানদের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। দেশটির নির্ভরযোগ্য সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

আসন্ন এই সিরিজের পাকিস্তান দলে দেখা যেতে পারে সরফরাজ আহমেদকে। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দলে ছিলেন তিনি। এছাড়া ব্যাটারদের মধ্যে বাংলাদেশ সিরিজে থাকতে হতে পারে সৌদ শাকিল, আবদুল্লাহ শাফিক, সালমান আলি আগা।

দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর-রিজওয়ানের সঙ্গে বিশ্রামে থাকতে পারেন শাহিন শাহ আফ্রিদি। এই পেসার বিশ্রামে থাকলে দলে ফিরতে পারেন নাসিম শাহ। দলে দেখা যেতে পারে আমের জামাল, মীর হামজা, খুররাম শাহজাদের এবং শাহনাওয়াজ দাহানিদের।

বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে নামবেন গিলেস্পি। আর অধিনায়ক শান মাসুদের এটি দ্বিতীয় সিরিজ। গত বছরের ডিসেম্বরে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে একটিও জিততে পারেনি পাকিস্তান।

এইচজেএস