বাংলাদেশের ভারত সফরের সূচি ঘোষণা
ভারতের বিপক্ষে সিরিজ খেলতে চলতি বছরের সেপ্টেম্বরে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। আইসিসির এফটিফি অনুযায়ী আগে থেকেই সিরিজ নিশ্চিত থাকলেও এতদিন তারিখ নির্ধারিত হয়নি।
এবার দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির দিন-তারিখ চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিজ্ঞাপন
Announced! The International Home Season 2024-25 Fixtures are here! Which contest are you looking forward to the most #TeamIndia | IDFC FIRST Bank
Posted by Indian Cricket Team on Thursday, June 20, 2024
লাল বলের ক্রিকেট দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচের ভেন্যু কানপুর।
আরও পড়ুন
সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এই তিন ম্যাচের ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ। আজ বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে এ সূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ
১ম টেস্ট-১৯ সেপ্টেম্বর-চেন্নাই
২য় টেস্ট-২৭ সেপ্টেম্বর-কানপুর
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি-৬ অক্টোবর-ধর্মশালা
২য় টি-টোয়েন্টি-৯ অক্টোবর-দিল্লি
৩য় টি-টোয়েন্টি-১২ অক্টোবর-হায়দরাবাদ
এসএইচ/এইচজেএস